
ভারত বনাম ইংল্যান্ড টেস্টে রবিচন্দ্রন আশ্বিন দুর্দান্ত ফর্মে ছিলেন। প্রতিপক্ষের উইকেট নেওয়ার পাশাপাশি তিনি ব্যাটিং এও তাঁর সমান দক্ষতা দেখালেন। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে অধিনায়ক কোহলিকে পিছনে ফেলে সেঞ্চুরি করলেন আশ্বিন। ২য় টেস্টের প্রথম ইনিংসে ভারতের রান ছিল ৩২৯ রান এবং ২য় ইনিংসে ভারত স্কোর করে ২৮৬ যার মধ্যে ১০৬ করেছিলেন আশ্বিন। বল হাতে তিনি মাঠে নিজেকে বারবার প্রমাণ করেছেন। এইবার ব্যাট হাতেও তিনি সেরা হয়ে উঠলেন। চেন্নাই আশ্বিনের হোম গ্রাউন্ড। আর সেখানেই তিনি সকলকে ছাপিয়ে উপরে উঠলেন। তাঁর সেঞ্চুরিতে উত্তেজনায় ফেটে পরে গোটা গ্যালারী। কপিল-ধোনি-হরভজনকে পিছনে ফেললেন আশ্বিনঃ
দুর্দান্ত সেঞ্চুরি করে বেশ কিছু রেকর্ড তৈরি করেছেন রবিচন্দ্রন আশ্বিন। তাঁর মধ্যে সবথেকে বড় রেকর্ড হল তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, তারকা স্পিনার হরভজন সিং, এবং কিংবদন্তী কপিল দেবের মতো ক্রিকেটারদের পিছনে ফেলেছেন। দলের হয়ে আট নম্বরে ব্যাটিং করতে নেমে আশ্বিন ৩ টি টেস্ট সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান। এর আগে ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে কপিল দেব, ক্যাপ্টেন কুল ও হারভজন ২ বার সেঞ্চুরি করেছিলেন।
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টটি প্রত্যেক ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে অত্যন্ত রোমহর্ষক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে ভারতকে এই ম্যাচ জিততেই হতো। ফলে এই টেস্টের ফলাফল নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। তবে প্রথম থেকেই ম্যাচকে নিজেদের হাতে রেখেছিলো ভারতীয় দল। প্রথম ইনিংসেই ভারত ৩২৯ রান তোলে। বিপরীতে ইংল্যান্ড ১৩৪ রানে অল আউট হয়। ফলে রানের ব্যাবধান অনেকটাই তৈরি হয়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সামনে ৪৮২ রানের পাহাড় প্রমাণ টার্গেট রাখা হয়। যার ধারের কাছে পৌঁছাতেও ব্যর্থ হত রুটের বাহিনী। ৩১৭ রানের ব্যবধানে জয় ছিনিয়ে আনে ভারত। আর এর কৃতিত্ব যায় দলের প্রত্যেক খেলোয়াড়ের কাছে। ২য় ইনিংসে স্পিনার আশ্বিন শতরান করেন এবং এই টেস্টে মোট ৮ টি উইকেটের মালিকও হন তিনি। ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন ২৬৮ টি উইকেট নিয়ে ঘরোয়া টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছেন, যা হরভজন সিংকে (২৬৫) ছাড়িয়ে গেছে। কুম্বলে ৩৫০ উইকেটর সঙ্গে লিড করছেন।
