Connect with us

Cricket News

১০০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন অশ্বিন, ভারতীয় এই স্পিনারের মুকুটে নতুন পালক

  • by

Advertisement

ভারত তাদের দ্বিতীয় ইনিংস নিখুঁতভাবে শুরু করেছে। স্পিনার অশ্বিন ইনিংসের প্রথম বলে ইংল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান রোরি বার্নসকে আউট করেন। অশ্বিন অতিরিক্ত বাউন্স তৈরি করেন এবং বার্নস যখন ব্যাটে বলে সংযোগ করার চেষ্টা করেন, বল তার ব্যাটের কিনারায় লেগে সোজা অজিঙ্কা রাহানের কাছে চলে যায় এবং ইংল্যান্ডের এই ওপেনের ক্যাচ আউট হন। সেই সঙ্গে, অশ্বিন একটি দুঃসহ কৃতিত্ব অর্জন করেন।.

দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়ে দুঃসহ নজির গড়লেন অশ্বিন। তিনি হলেন তৃতীয় স্পিনার যিনি এই রেকর্ডে নিজের নাম লেখালেন। তাঁর আগে ১৯০৭ সালে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বার্ট ভগলার এমন দৃষ্টান্ত তৈরি করেছিলেন। এবং সর্বপ্রথম ইংল্যান্ডের ববি পিল ১৮৮৮ সালে সেই কৃতিত্ব অর্জন করেছিলেন। অশ্বিন এর তাঁর টেস্ট কর্মজীবনে কখন নো-বল করেননি। খেলার ১৩৭তম ওভারে ক্রিজের বাইরে তাঁর পা পড়ায় নো-বল হয়। টেস্টে প্রথম বার ক্রিজের বাইরে পা পড়ায় নো-বল হল অশ্বিনের। হ্যাঁ, অফ-স্পিনার টেস্ট ক্রিকেটে কখনও ওভারস্টেপ করে নো-বল করেননি এর আগে কেরিয়ারে ২০,৬০০-রও বেশি ডেলিভারি করলেও তাঁর পা ক্রিজের বাইরে যায়নি কোনওদিন।

এর সাথে সিরিজে রবীচন্দ্রন অশ্বিন আরও এক অসামান্য রেকর্ড সৃষ্টি করেন। ইংল্যান্ড দীর্ঘ সময় ধরে ব্যাটিং করার ফলে ভারতীয় বোলাররা ১৯০ ওভারের কাছাকাছি বল করেন। অশ্বিন তার প্রথম ইনিংসে ৫৩ ওভারের বেশি বল করে রেকর্ড তৈরি করেন। শুধু তাই নয় নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি সব থেকে বেশি ওভার বল করলেন। মোট পাঁচটি ম্যাচে এক ইনিংসে ৫০ ওভার বা তাঁর বেশি ওভার বল করে দুঃসহ নজির সৃষ্টি করেছেন রবীচন্দ্রন অশ্বিন। এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে অশ্বিন ৩ টি উইকেট নিয়েছেন। ইতিমধ্যে ১৫০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছে ইংল্যান্ড দল।

Advertisement

#Trending

More in Cricket News