
বর্তমানে ভারতের অন্যতম সেরা অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। ওয়ানডে, টি-২০, টেস্ট তিন ফরম্যাটেই তিনি সফল।
ওয়ানডে এবং প্রথম টি-২০ ম্যাচে ভাল পারফরম্যান্স করেছিলেন জাড্ডু। তারপর চোটের জন্য দ্বিতীয় টি-২০ ও প্রথম টেস্টে খেলতে পারেননি। দ্বিতীয় টেস্টে আবার জাদেজার ম্যাজিক দেখা যায়। তিনি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে অধিনায়ক অজিঙ্কে রাহানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছিলেন। এছাড়াও তিনি বল হাতেও ৩টি উইকেটও নিয়েছিলেন। ইন্টারেস্টিং বিষয় হল জাদেজা সিডনি টেস্টে একটি রেকর্ডের খুব কাছে রয়েছেন। সেটা হল টেস্ট ক্রিকেটে ২০০০ রান ও ২০০টি উইকেট। ৫০টি টেস্টে ২১৬টি উইকেট পেয়েছেন তিনি। তার বর্তমান রান ১৯২৬। আর ৭৪ রান করলেই এই রেকর্ড করবেন তিনি।
জাদেজা এখনও পর্যন্ত টেস্ট কেরিয়ারে বল আর ব্যাট, দুটিতেই দলের হয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০১২’রর ১৩ ডিসেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুর টেস্টে অভিষেক হওয়া সৌরাষ্ট্রের ৩২ বছর বয়সী অলরাউন্ডার ভারতের হয়ে এখনো পর্যন্ত ৫০টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই ৫০টি টেস্টে জাদেজা ব্যাটিংয়ে ৩৫.৬৬ র দুর্দাত গড়ে মোট ১৯২৬ রান করেছেন। এর মধ্যে তিনি ১টি সেঞ্চুরি আর ১৫টি গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি করেছন। অন্যদিকে বোলিংয়েও এই সিনিয়র অলরাউন্ডার দুর্দান্ত প্রদর্শন করে ৫০টি ম্যাচে ২৪.৪৮ এর ভালো গড়ে এবং ২.৪৩ এর সস্তা ইকোনমি রেটে ২১৬টি উইকেট নিয়েছেন।
জাদেজার আগে ৪ জন ভারতীয় ক্রিকেটার এই রেকর্ড নিজেদের নামে করেছেন। প্রাক্তন তারকা অলরাউন্ডার কপিল দেব, তারকা স্পিনার অনিল কুম্বলে, প্রাক্তন তারকা অফ স্পিনার হরভজন সিং আর বর্তমান ভারতীয় দলের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন এর আগে টেস্ট ক্রিকেটে ২০০০ রান করার পাশাপাশি ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।কপিল দেব নিজের পুরো টেস্ট কেরিয়ারে ৫২৪৮ রানের সঙ্গে বল হাতে ৪৩৪টি উইকেট নিয়েছেন। অনিল কুম্বলে ২৫০৬ রান আর ৬১৯টি উইকেট, হরভজন সিং ২২২৫ রান আর ৪১৭টি উইকেট আর রবিচন্দ্রন অশ্বিন এখনও পর্যন্ত নিজের কেরিয়ারে ব্যাট হাতে ২৪১৮ রান আর বল হাতে ৩৭৫টি উইকেট নিয়েছেন।
