
বর্তমানে ভারতীয় সিনিয়র টিম ইংল্যান্ড সফরে আছে। বিরাট কোহলি নেতৃত্বে ভারতীয় টিম ৫ টি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। তার উদ্দেশ্যে ইতিমধ্যেই প্র্যাকটিস শুরু করেছে ভারতীয় ক্রিকেটাররা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত একটি কাউন্টি ম্যাচে অংশগ্রহণও করেছে ভারত। ২০ তারিখে শুরু হওয়া কাউন্টি সিলেকশন একাদশের বিপক্ষে ব্যাট করতে নামে ভারত।
কাউন্টি সিলেকশন একাদশের বিপক্ষে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ব্যাট থেকে মাত্র ৯ টি রান যুক্ত হয় ভারতের খাতায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কে এল রাহুল। তিনি ব্যক্তিগত ১১১ রান করেন। ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা খেলেন অনবদ্য ৭৫ রানের ইনিংস। কাউন্টি সিলেকশন এর বিপক্ষে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ও রবীন্দ্র জাদেজা ৭১ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
কিন্তু কাউন্টি সিলেকশনের হয়ে খেলতে নেমে হাতে চোট পান ভারতীয় দলের স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ভারতীয় শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে ইংল্যান্ড শিবিরে সিরিজে খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। অন্যদিকে বিরাট কোহলি সব বাধা কাটিয়ে ফিরেছেন নেট প্রাক্টিসে। গত বুধবার তাকে নেট প্র্যাকটিস করতে দেখা যায়। আগস্ট মাসের ৪ তারিখ থেকে বল গড়াতে চলেছে ভারত ও ইংল্যান্ডের টেস্টের।
