Connect with us

Cricket News

আরসিবির এই খেলোয়াড়কে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবি তুলল সমর্থকরা

  • by

Advertisement

আইপিএল ২০২১ মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বেশ বিপজ্জনক দেখাচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রাজস্থান রয়্যালসকে ১০ উইকেটে পরাজিত করে এই মরসুমের টানা চতুর্থ ম্যাচ জিতেছে। এই হারের সাথে রাজস্থান চার ম্যাচে তাদের তৃতীয় পরাজয়ের মুখোমুখি হল। আরসিবি অধিনায়ক বিরাট কোহলি টসে জিতে রাজস্থানকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। রাজস্থান মাত্র ১৮ রানে তাদের প্রথম ৩ উইকেট হারায়।

সেখান থেকে শিবম দুবে, রিয়ান পরাগ ও রাহুল তেওয়াতিয়া কিছু মূল্যবান ইনিংস খেলে দলকে ২০ ওভারে মোট ১৭৭/৯-এ পৌঁছাতে সহায়তা করেন। বোলিংয়ে মোহাম্মদ সিরাজ ও হর্ষল প্যাটেল ৩টি করে উইকেট তুলে নেন। এই রান তাড়া করতে নেমে দেবদত্ত পাদিক্কাল ও বিরাট কোহলি কোনও উইকেট না হারিয়ে লক্ষ্য অর্জন করেন। আরসিবি ২১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। দেবদত্ত পাদিক্কাল ৫২ বলে ১০১ রান করে দুর্দান্ত শতরান করেছিলেন। বিরাট করেন ৭২।

বিরাট কোহলি ও দেবদত্ত পাদিক্কলের মধ্যে ১৮১ রানের পার্টনারশিপ আইপিএলে আরসিবির সর্বকালের সর্বোচ্চ উদ্বোধনী পার্টনারশিপ। দেবদত্ত পাদিককাল তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় যিনি আইপিএল শতরান করলেন। ১১টি চার এবং ৬টি ছয়ে সাজানো তাঁর ইনিংস জমিয়ে প্রশংসা পায়। অন্যদিকে এই ম্যাচে আরসিবির স্পিনার যজুবেন্দ্র চাহালের বোলিং নিয়ে নিন্দার ঝড় ওঠে। ২ ওভারে বোলিং করে ১৮ রান দেন চাহাল, একটিও উইকেট পাননি তিনি। খারাপ বোলিংয়ের জন্য টুইটারে ট্রোলের সম্মুখীন তিনি। প্রথম একাদশ থেকে তাঁকে বাদ দেওয়ার দাবিও তোলে কিছু সমর্থক।

দেখুন কিছু টুইটার প্রতিক্রিয়াঃ

Advertisement

#Trending

More in Cricket News