
৩৮ রানে কলকাতাকে হারিয়ে ম্যাচ জিতল ব্যাঙ্গালোর। টসে জিতে ব্যাটিং নেন বিরাট। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরুদ্ধে মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে ব্যাঙ্গালোর। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে কেকেআর ১৬৬ রান করে।
ব্যাঙ্গালোরের হয়ে ওপেনিং স্লটে নামেন দেবদত্ত পাদিককাল ও বিরাট কোহলি। ১.২ ওভারে ৫ রান করে বরুণ চক্রবর্তীর চলে ক্যাচ আউট হন বিরাট। সেই ওভারেই ব্যাঙ্গালোরের ২য় উইকেট পড়ে। ২ বলে ১ রান করে বরুণ চক্রবর্তীর বলে ক্লিন বোল্ড হন রজত পাতিদার। ২৮ বলে ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন দেবদত্ত পাদিককাল। প্রসিধ কৃষ্ণর বলে ক্যাচ আউট হন তিনি। এরপর ব্যাঙ্গালোরের দুই পিলার এবি ডি ভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েলকে টলাতে পারেনি কেকেআরের বোলাররা। ৪৯ বলে ৭৮ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। ১৬.৬ ওভারে প্যাট কামিন্সের বলে ক্যাচ আউট হন তিনি।
অন্যদিকে ৩৪ বলে ৭৬ রানের (অপরাজিত) স্মরণীয় নক খেলেন ডি ভিলিয়ার্স। ৯ টি চার এবং ৩ টি ছয়ে সাজান তাঁর ইনিংস দলকে অন্ন মাত্রায় নিয়ে যায়। জেমিসন ৪ বলে ১১ করে অপরাজিত থাকেন। কেকেআরের বোলিং আক্রমণের শুরুটা চমৎকার হলেও, শেষের দিকে তারা খেই হারায়। বরুণ চক্রবর্তী ২ টি উইকেট নেন। প্যাট কামিন্স ও প্রসিধ কৃষ্ণ ১ টি করে উইকেট পান।
কেকেআরের হয়ে ওপেনিং করেন নীতিশ রানা ও শুভমান গিল। ৯ বলে ২১ রান করে ১.৫ ওভারের মাথায় গিল উইকেট হারান। এরপর দলের রান কিছুটা এগোলে, ঠিক সেই সময় রাহুল ত্রিপাঠী ২৫ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে ক্যাচ আউট হন। নীতিশ রানা ১১ বলে ১৮ সংগ্রহ করে চাহালের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। ৫ বলে মাত্র ২ রান করে চাহাল বলে LBW হন দীনেশ কার্তিক। দলের ৭৪ রানের মাথায় ৪ টি উইকেট হারায় কেকেআর। মর্গ্যান ২৩ বলে ২৯ রান সংগ্রহ করেন। শাকিব ২৫ বলে ২৬ রান করে কাইল জেমিসনের বলে ক্লিন বোল্ড হন। দলের ১৫৫ রানের মাথায় ৬ টি উইকেটের পতন হয়।
শেষ ২ ওভারে বাকি থাকে ৪৪ রান, যা ছিল প্রায় ধরাছোঁয়ার বাইরে। কামিন্স ৬ রানে ক্যাচ আউট হন। রাসেল ২০ বলে ৩১ রান করে হর্ষল প্যাটেলের বলে ক্লিন বোল্ড হন। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে কেকেআর ১৬৬ রান করে। ব্যাঙ্গালোরের হয়ে ৩টি উইকেট নেন কাইল জেমিসন। চাহাল ও হর্ষল প্যাটেল পান ২ টি করে উইকেট। ওয়াশিংটন সুন্দর নেন ১ টি উইকেট।
