
আইপিএল ২০২১ মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বেশ বিপজ্জনক দেখাচ্ছে। রাজস্থান বনাম ব্যাঙ্গালোর ম্যাচে টসে জিতে বোলিং নেন বিরাট। পরপর তিনটি গেম জেতার পর বিরাট এন্ড কোং রাজস্থান রয়্যালসকে তাদের চতুর্থ শিকার বানায়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৭ রান করে রাজস্থান। একটিও উইকেট না হারিয়ে ১৬.৩ ওভারে সেই রান চেস করে ম্যাচ জিতে নেয় ব্যাঙ্গালোর।
রাজস্থানের ওপেনিং স্লটে রান আনতে ব্যর্থ হন মনন ভোহরা ও জস বাটলার। ৮ রান করে মোহাম্মদ সিরাজের বলে ক্যাচ আউট হন বাটলার। পরের ওভারেই মনন ভোহরা ৭ রানে ক্যাচ আউট হন। ডেভিড মিলার ০ রানে সিরাজের বলে LBW হন। সঞ্জু স্যামসন ১৮ বলে ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শিবম দুবে ৩২ বলে ৪৬ রানের একটি ইনিংস খেলেন। ১৬ বলে ২৫ করেন রিয়ান পরাগ। ২৩ বলে দ্রুত ৪০ রান করে ক্যাচ আউট হন রাহুল তেওয়াতিয়া। ক্রিস মরিস ১০, শ্রেয়স গোপাল ৭ রান(অপরাজিত) করেন। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে রাজস্থানের রান দাঁড়ায় ১৭৭।
ব্যাঙ্গালোরের হয়ে সর্বাধিক উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও হর্ষল প্যাটেল। ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেন সিরাজ। অন্যদিকে ৪ ওভারে ৪৭ রান দিয়ে ৩ টি উইকেট পান হর্ষল। জেমিসন, রিচার্ডসন ও সুন্দর পান ১টি করে উইকেট।
এদিকে ওপেনিং এ নেমে ধ্বংসলীলা চালান দেবদত্ত পাদিকাল ও বিরাট কোহলি। ৫২ বলে ১০১ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন দেবদত্ত পাদিকাল। ১১ টি চার এবং ৬টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। অন্যদিকে কিং কোহলি ৪৭ বলে ৭২ রানের একটি নজরকারা ইনিংস খেলেন। তিনি ৬টি চার এবং ৩টি ছয় মারেন। ১৬.৩ ওভারের মাথায় রাজস্থানের দেওয়া টার্গেট চেস করে নেয় আরসিবি।
