Connect with us

Cricket News

Virat Kohli: ‘গোল্ডেন ডাক’ পেয়ে রেকর্ড বুকে নাম তুললেন কোহলি! এই লজ্জাজনক রেকর্ড যুক্ত হলো তার নামে

Advertisement

বর্তমানে ক্রিকেট ইতিহাসে বিশ্বের সেরা ব্যাটসম্যান দের তালিকায় বিরাট কোহলি এক উজ্জ্বল নক্ষত্র। তবে ২০১৯ সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তিন অঙ্কের রান করতে পারেননি বিরাট কোহলি। সদ্য প্রাক্তন হওয়া ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির রানে ফেরা এখন সময়ের অপেক্ষা। ইতিমধ্যে ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়কত্বের চাপ মুক্ত হয়েছেন বিরাট কোহলি। ক্রিকেট বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, খুব শীঘ্রই বিরাট কোহলি বিস্ফোরক ব্যাটিং করবেন। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজেও সেই আশা নিরাশায় পরিণত হয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ‘গোল্ডেন ডাক’ পেয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি।

এরই ভারতীয় ক্রিকেটার হিসেবে এক লজ্জাজনক রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করে ফেললেন বিরাট কোহলি। এই নিয়ে মোট ১৪ বার ওডিআই ক্রিকেটে ‘গোল্ডেন ডাক’ পেলেন বিরাট কোহলি। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার স্পিন বলে রানের খাতা না বলে সাজঘরে ফেরেন তিনি। বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজের সাদামাটা ডেলিভারি কভারে তুলে খেললেন কোহলি, একেবারে লোপ্পা ক্যাচ তুলে দিলেন প্রোটিয়া ক্যাপ্টেন টেম্বা বাভুমার হাতে। বাভুমাকে বিন্দুমাত্র কষ্টও করতে হল না। জায়গা দাঁড়িয়েই ক্যাচটি পেয়ে গেলেন হাতে। ‘ডু অর ডাই’ ম্যাচে মহাতারকার এমন পারফরম্যান্স রীতিমতো হতাশায় ফেলেছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।

গতকাল প্রোটিয়াদের বিরুদ্ধে নির্ণায়ক ম্যাচে প্রথমে ব্যাটিং করে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮৮ রানের লক্ষ্যমাত্রা স্থির করতে সক্ষম হয়। জবাবে ৪৮.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় প্রোটিয়ারা। এই নিয়ে টানা ৬৪ ইনিংসে বিরাট কোহলির ব্যাট থেকে এলোনা তিন সংখ্যার দেখা। দেখে নিন, এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বাধিকবার ওডিআই ক্রিকেটে ‘গোল্ডেন ডাক’ পাওয়া ক্রিকেটারের তালিকা-

শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar) – ২০ বার
জাভাগল শ্রীনাথ (Javagal Srinath) – ১৯ বার
অনিল কুম্বলে (Anil Kumble) – ১৮ বার
যুবরাজ সিং (Yuvraj Singh) – ১৮ বার
হরভজন সিং (Harbhajan Singh)- ১৭ বার
সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) – ১৬ বার
জাহির খান (Zaheer Khan) – ১৪ বার
বিরাট কোহলি (Virat Kohli) – ১৪ বার
সুরেশ রায়না (Suresh Raina) – ১৪ বার
বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)- ১৪

Advertisement

#Trending

More in Cricket News