Connect with us

Cricket News

উইকেটের পিছন থেকে ‘স্পাইডারমানের’ মতো ঝাঁপিয়ে ক্যাচ নিলেন পন্থ! ভাইরাল ভিডিও

  • by

Advertisement

ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে ২৪৯ রানে এগিয়ে বিরাটরা। ভারতের বোলিং এর ঝড়ে মাত্র ১৩৪ রানে গুটিয়ে জাই গোটা ইংরেজ বাহিনী। স্পিনার রবি অশ্বিন এবং আক্সার প্যাটেল বল হাতে শাসন করবে আশা করা হয়েছিল তবে পেসাররাও বেশ কয়েকটি উইকেট তুলে অনবদ্য অবদান রেখেছেন। একদিকে ইশান্ত শর্মা রোরি বার্নসকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। অন্যদিকে মোহাম্মদ সিরাজও অলি পোপকে আউট করেন। পেস বোলার সিরাজ আক্রমণের জন্য ৩৮ ওভার অপেক্ষা করেন। তবে এই উইকেটের জন্য সিরাজকে উইকেটরক্ষক ঋষভ পন্থকে ধন্যবাদ জানাতে হবে।

এই অভাবনীয় আউটের সময় অলি পোপ এবং বেন ফোকসের মধ্যে একটি সম্ভাবনাময় পার্টনারশিপ গড়ে উঠছিল। সিরাজ লেগসাইড স্প্রে করার জন্য দৌড়ে আসেন। পোপ রানের আশায় ব্যাটটি বলের সাথে আলতোভাবে সংযোগ করার চেষ্টা করেন কিন্তু ঋষভ পন্থ দ্রুত তার বামদিকে ডাইভ দিয়ে এই অসম্ভম ক্যাঁচটি ধরেন। ঋষভ মাটিতে পড়ে যাওয়ার পর বল তার হাত থেকে প্রায় বেরিয়ে আসে কিন্তু পন্থ চমৎকারভাবে বলটি ধরে রাখতে সক্ষম হন। এটা ভারতের জন্য একটি সময়োপযোগী উইকেট।

এদিকে, ভারত দ্বিতীয় টেস্টে ক্রমশ বস হচ্ছে যেহেতু ইংল্যান্ড ভারতের ৩২৯ রানের জবাবে মাত্র ১৩৪ রানে অল আউট হয়। বলাবাহুল্য যে, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত অসাধারণ কামব্যাক করেছে। ব্যাটিং এর মাধ্যমে রোহিত শর্মা তাঁর জাদু দেখিয়েছেন। রাহানে তাঁর সাথ দেন সুন্দরভাবে। রবি অশ্বিন এবং আক্সার প্যাটেল জুটি এখন পর্যন্ত অত্যন্ত ভাল বোলিং করেছে এবং কুলদীপ যাদব পরিস্থিতি আঁটসাঁট রেখেছে। ঋষভ পন্থ তার উইকেটকিপিং এ ব্যাপক উন্নতি দেখিয়েছেন। কদিন আগে অস্ট্রেলিয়া সফরে তাঁকে উইকেটের পিছনে ‘স্পাইডারম্যান’ গান গাইতে শোনা যায়। আজ তিনি সত্যিই স্পাইডারমান এর মতো কাজ করে দেখিয়েছেন। তাঁর প্রশংসায় ভাসছে গোটা নেট দুনিয়া।

Advertisement

#Trending

More in Cricket News