Connect with us

Cricket News

IND Vs WI: ঋষভ-ভেঙ্কটেশের বিধ্বংসী ইনিংস! জয়ের জন্য ক্যারিবিয়ানদের সামনে লক্ষ্যমাত্রা ১৮৭ রান

Advertisement

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে ভারত ওয়েস্ট ইন্ডিজ। ইতিপূর্বে সিরিজের প্রথম ম্যাচে ভারত ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সিরিজে ১-০ ব্যবধান সৃষ্টি করেছে। আজ সিরিজ জয়ের উদ্দেশ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরিবর্তিত শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের আহবানে রোহিত শর্মা এবং ঈশান কিশান জুটিতে ব্যাটিং করতে নামে ভারত।

তবে ওপেনিং জুটিতে পুরোপুরিভাবে ব্যর্থ হন ঈশান কিশান। ১০ বল মোকাবেলা করে ব্যক্তিগত ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। অধিনায়ক রোহিত শর্মা ১৯ রান করে সাজঘরে ফেরেন। তবে শক্ত হাতে বিরাট কোহলি দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। বিরাট কোহলির সাথে জুটি বেঁধে দুর্দান্ত ইনিংসের শুরু করেন সূর্য কুমার যাদব। তবে তিনিও ব্যক্তিগত ৮ রানে প্যাভিলিয়নে ফেরেন। দলের হয়ে বিরাট কোহলি অনবদ্য ৫২ রানের ইনিংস খেলেন।

এরপর দুই বাঁহাতি ব্যাটসম্যান ঋষভ পন্থ এবং ভেঙ্কটেশ আইয়ার নিজেদের কাধে তুলে নেন দলের দায়িত্ব। ভেঙ্কটেশ আইয়ার ৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। অন্যদিকে ঋষভ পন্থ ব্যক্তিগত অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং শেষে ভারত ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন বিশাল রানের লক্ষ্যমাত্রা। বিরতি শেষে সিরিজে সমতা ফিরিয়ে আনতে ১৮৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামবে ক্যারিবিয়ান বাহিনী।

Advertisement

#Trending

More in Cricket News