
ভারতীয় দলের সিনিয়র ওপেনার রোহিত শর্মা বৃহস্পতিবার টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রান পূর্ণ করলেন। অধিনায়ক বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড করলেন হিটম্যান। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে স্পিনার আদিল রশিদের বলে এক রান নেওয়ার সাথে সাথে এই মাইলফলক ছুঁলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।
বৃহস্পতিবারের ম্যাচে তিনি ১২ রান করেন। তিনি পেসার জোফ্রা আর্চারের বলে আউট হন। রোহিত সাদা বলের ক্রিকেটে আধুনিক কালের মহান প্লেয়ারদের মধ্যে একজন। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি হলেন নবম সর্বোচ্চ রান সংগ্রহকারী। তাঁর টি-টোয়েন্টি রানের অর্ধেকেরও বেশি রান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ থেকে আসে। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে রান সংগ্রহকারীদের তালিকার প্রথমে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। তাঁর সংগৃহীত রান হল ১৩২৯৬। তাঁর পরেই জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজেরই আরও এক তারকা প্লেয়ার কায়রন পোলার্ড যার সংগৃহীত রান ১০৩৭০। এর পরপরই আছেন পাকিস্তানের শোয়েব মালিক, সাবেক কিউয়ি অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ এবং এবি ডিভিলিয়ার্স। সর্বশেষে যুক্ত হলেন রোহিত শর্মা।
টি২০ আন্তর্জাতিকে, রোহিত এখন পর্যন্ত ৩২.৪১ গড়ে ১১০ টি ম্যাচ থেকে ২৮০০ রান সংগ্রহ করেছেন এবং তাঁর স্ট্রাইক রেট ১৩৮.৩৬। সমগ্র টি-টোয়েন্টি জুড়ে, তিনি ১৩৩.৩৬ স্ট্রাইক রেটের সঙ্গে ৩৪২ টি ম্যাচ থেকে ৯০০১ রান সংগ্রহ করেছেন। খেলার সংক্ষিপ্ততম ফরম্যাটে ছয়টি সেঞ্চুরি এবং ৬৩ টি অর্ধ শতরানের কৃতিত্ব আছে তাঁর ঝুলিতে। গত জানুয়ারিতে, রোহিত বিশ্বের তৃতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে এক দিনের আন্তর্জাতিকে ক্রিকেতে 9000 রানের ক্লাবে পৌঁছান।
ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজে হিটম্যানের ব্যাট থেকে আশানুরূপ রান আসেনি। ভক্তদের হতাশ করে দুই ম্যাচে তিনি যথাক্রমে ১৫ ও ১২ রান করেন। ভারত বনাম ইংল্যান্ডের টি২০ সিরিজের স্কোর বর্তমানে ড্র। শনিবার অর্থাৎ আগামীকাল চূড়ান্ত ম্যাচে ভাগ্য নির্ধারণ হবে দুই দলের।
