Connect with us

Cricket News

Rohit Sharma: ফাস্ট বোলারকে ভয়, সৌরভের মত চোটের নাটক করছেন রোহিত, মন্তব্য ক্রিকেটপ্রেমীদের

Advertisement

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভারতীয় ক্রিকেট দলের একাধিক পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়ক পরিবর্তনের সাথে সাথে দলের ভারসাম্য রক্ষার্থে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। চলতি মাসের ১৬ তারিখে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে প্লেনে চড়বে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচকরা টেস্ট ক্রিকেটের নেতা হিসেবে বেছে নিয়েছিলেন বিরাট কোহলিকে। অন্যদিকে একদিনের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রোহিত শর্মার।

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ক্রিকেটে সহ-অধিনায়ক হিসেবে ভারতীয় দলের সাথে যাত্রা করার কথা ছিল রোহিত শর্মার। কিন্তু দীর্ঘদিন লাল বল থেকে দূরে ছিলেন রোহিত শর্মা। তাই দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নিচ্ছিলেন তিনি। আর সেখানেই ঘটেছে যত বিপত্তি। বাঁ-দিকের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। গত রবিবার চোট পান রোহিত শর্মা। চোটের গভীরতা পরীক্ষা করে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম জানিয়ে দেন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ খেলতে পারবেন না রোহিত শর্মা। এমনকি ওডিআই সিরিজ খেলতে পারবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্রিকেটপ্রেমীদের একাংশ রোহিত শর্মাকে নিয়ে হাসি মশকরাতে মেতেছেন। তাদের মতে, যখনই বিদেশের মাটিতে কোন কঠিন পিচে খেলা অনুষ্ঠিত হয়, তখনই রোহিত শর্মা অসুস্থ হয়ে পড়েন। ঘরোয়া সিরিজ কিংবা সহজ দলের বিরুদ্ধে ঠিকই আবার দলে ফিরবেন তিনি। রোহিত শর্মার এই ঘটনা নিয়ে একাধিক মিম ছড়িয়েছে নেট মাধ্যমে। এক নেটিজেন লেখেন, ‘প্রতিটি বিদেশ সফরের আগে রোহিত শর্মা – আমার একটা পা নকল।’ আবার অপর একটি বলিউড সিনেমা ‘সঞ্জু’-তে একটি মাথা ঠোকার দৃশ্য পোস্ট করে এক নেটিজেন লেখেন, ‘বিদেশে প্রতিটি টেস্ট সিরিজের আগে রোহিত শর্মা।’ একজন তো আবার রীতিমতো বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর সাথে তুলনা করেছেন রোহিত শর্মার। সৌরভ গাঙ্গুলীও নাকি সবুজ পিচে খেলা থেকে সর্বদা নিজেকে বিরত রাখতেন এমনটাই মনে করতেন তখনকার কোচ গ্রেগ চ্যাপেল।

Advertisement

#Trending

More in Cricket News