
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর ঘিরে ভারতীয় দলে যেন সমস্যার শেষ নেই। পরিবর্তন করা হয়েছে ওডিআই ক্রিকেটের অধিনায়ক সাথে টেস্ট ক্রিকেটের সহ-অধিনায়ক। কিন্তু মুম্বাইয়ে লাল বলে অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন রোহিত শর্মা। আর সেখানেই যত সমস্যার উৎপত্তি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে বিরাট কোহলির ডেপুটি হিসেবে কাজ করার কথা রয়েছে রোহিত শর্মার। কারণ খারাপ পারফরম্যান্সের জন্য অজিঙ্কা রাহানের উপর থেকে বাড়তি চাপ কমাতে একজন ব্যাটসম্যান হিসেবে ভারতীয় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে। তাহলে প্রশ্ন এখন দক্ষিণ আফ্রিকা সফরে বিরাট কোহলির ডেপুটি হবেন কে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একাধিক নাম সামনে চলে এসেছে। প্রথমত বিরাটের পরে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন চেতেশ্বর পুজারা। ইতিপূর্বে নিউজিল্যান্ড সিরিজে তাকে ডেপুটি হিসেবে কাজ করতে দেখা গেছে। কিন্তু ব্যাট হাতে বারবার ব্যর্থ হচ্ছেন চেতেশ্বর পুজারা। সে ক্ষেত্রে তার উপর দলের বাড়তি বোঝা দিতে চাইবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। অভিজ্ঞতার দিক থেকে বিবেচনা করে এই গুরু দায়িত্ব দেওয়া হতে পারে রবিচন্দ্রন অশ্বিনের কাঁধে।
অন্যদিকে এই দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল। তিনি ইতিপূর্বে রোহিত শর্মার সাথে ডেপুটি অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন। তাছাড়া ভারতীয় প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের হয়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে কে এল রাহুলের। বর্তমানে এই ক্রিকেটার দুর্দান্ত ছন্দে রয়েছেন। তাই আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে কে এল রাহুলের সহ-অধিনায়ক হওয়া। সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট প্রেমীরা কোহলি-রাহুলের জুটি দেখতে পারেন দক্ষিণ আফ্রিকা সফরে। তবে এই দৌড়ে খুব একটা পিছিয়ে নেই ভারতীয় স্পিডস্টার জসপ্রীত বুমরাহ। সম্ভাবনা আছে তিনিও বিরাট কোহলির সাথে জুটি বাঁধতে পারেন। তবে রোহিত শর্মা চোট পাওয়ায় ভারতীয় দলে যে অপূরণীয় ক্ষতি হলো সেটি স্বীকার করেছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা।
