Connect with us

Cricket News

IND vs ENG: কাউন্টি সিলেকশন একাদশের বিপক্ষে রান পেলেন না রোহিত শর্মা, ক্রিকেটপ্রেমীদের অভিমানের ঝড় টুইটারে

  • by

Advertisement

বর্তমানে ভারতীয় সিনিয়র টিম ইংল্যান্ড সফরে আছে। বিরাট কোহলি নেতৃত্বে ভারতীয় টিম ৫ টি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। তার উদ্দেশ্যে ইতিমধ্যেই প্র্যাকটিস শুরু করেছে ভারতীয় ক্রিকেটাররা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত একটি কাউন্টি ম্যাচে অংশগ্রহণও করেছে ভারত। ২০ তারিখে শুরু হওয়া কাউন্টি সিলেকশন একাদশের বিপক্ষে ব্যাট করতে নামে ভারত। দলের পক্ষে কে এল রাহুল ব্যক্তিগত শত রান করলেও রান আসেনি দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান রোহিত শর্মার ব্যাট থেকে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও রান আসেনি তার ব্যাট থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে দুই ইনিংসে রান করেন ৩৪ ও ৩০। সেখান থেকে বারবার আলোচনায় উঠে আসছেন রোহিত শর্মা। লন্ডনেও কাউন্টি সিলেকশন একাদশের বিপক্ষে খেলতে নেমে রান পেলেন না রোহিত শর্মা। ম্যাচের দশম তম ওভারে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান রোহিত শর্মা। রান করেন মাত্র ৯। কাউন্টি সিলেকশন একাদশের জেমস এর শর্ট ডেলিভারি বলে ক্যাচ তুলে দেন জ্যাক ক্যারসন এর হাতে। যা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে রোহিত শর্মার ভক্তদের মধ্যে।

অথচ এই টেস্ট ম্যাচ সিরিজের পর ভারত নামতে চলেছে এক বিরাট যুদ্ধের মধ্যে। চলতি বছরের শেষেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপ কে লক্ষ্য রেখেই রোহিত শর্মার ব্যাট থেকে রান আসা একান্ত জরুরী। রোহিত শর্মা মাঠে নেমেই বড় বড় শর্ট খেলতে অভ্যস্ত। রোহিত শর্মার ব্যাট থেকে দীর্ঘদিন ধরে বড় রান না আসায় টুইচ মাধ্যমে অনেক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। আগস্ট মাসের ৪ তারিখ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ৫ টি টেস্ট ম্যাচ। তারপর ভারতীয় প্রিমিয়ার লিগের বাকি অংশ খেলবেন ভারতীয় ক্রিকেটাররা।

Advertisement

#Trending

More in Cricket News