Connect with us

Cricket News

Indian cricket team: টি-টোয়েন্টির পরে এবার ওডিআই ক্রিকেটে অধিনায়কত্ব পেলেন রোহিত শর্মা!

Advertisement

ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি যুগের অবসান। টি-টোয়েন্টি ক্রিকেটের পর এবার একদিনের ম্যাচে অধিনায়ক হিসেবে নিযুক্ত হলেন রোহিত শর্মা। ভারতীয় দলের হয়ে শুধুমাত্র লাল বলে নেতৃত্ব দেবেন রান মেশিন বিরাট কোহলি। সাদা বলের দুই ফরমেটে নেতৃত্ব দেবেন হিটম্যান রোহিত শর্মা। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তাকে অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, আসন্ন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওডিআই বিশ্বকাপকে লক্ষ্য রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে।

অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ইতিমধ্যে ভারতীয় দলকে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন। ভারতীয় প্রিমিয়ার লিগে সবচেয়ে সফলতম অধিনায়ক তিনি। তাছাড়া তার অধিনায়কত্বে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এটাই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঠিক সিদ্ধান্ত। সাদা বলের দায়িত্ব একজনের হাতে এবং লাল বলের দায়িত্ব অন্য জনের হাতে। দুই কিংবদন্তির হাতে দুই দলের নেতৃত্ব ভারতীয় ক্রিকেটকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ইতিপূর্বে বিরাট কোহলি ভারতীয় দলের জন্য সমস্ত ফরম্যাটেই অধিনায়কত্ব করতেন। সমস্ত প্রকার ক্রিকেটে দুর্দান্ত সাফল্য পেলেও একটিও আইসিসি ট্রফি ঘরে তুলতে পারেননি তিনি। আর তার জন্যই ভারতীয় দলে স্থান পরিবর্তন ঘটিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যথারীতি বিরাট কোহলির হাত দিয়ে বর্তমানে টেস্ট ক্রিকেটে ভারত পৃথিবীর শীর্ষ স্থানে অবস্থান করছে। এদিকে অধিনায়ক হিসেবে ভারতীয় দলের দায়িত্ব পাওয়ার সাথে সাথে টি-টোয়েন্টি ক্রিকেটে শতভাগ সফলতা দেখিয়েছেন রোহিত শর্মা। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তার নেতৃত্বে তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারত।

Advertisement

#Trending

More in Cricket News