Connect with us

Cricket News

Rohit Sharma: ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের ক্লাস নিতে ব্যস্ত রোহিত শর্মা!

Advertisement

সম্প্রতি ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ভারতের হয়ে সংক্ষিপ্ত ওভারের খেলায় অধিনায়কত্ব পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রোহিত শর্মার। কিন্তু লাল বলে প্র্যাকটিস করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দলচ্যুত হয়েছেন রোহিত শর্মা। যার ফলশ্রুতিতে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি। ওডিআই সিরিজে খেলতে পারবেন কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট উক্তি পাওয়া যায়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চোট পেয়ে মাঠ ছাড়া হয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তারপর চোট কাটিয়ে আর দলে ফিরতে পারেননি তিনি।

বর্তমানে এই দুই অভিজ্ঞ ক্রিকেটার ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ট্রেনিং করে দলে ফেরার চেষ্টা করছেন। ঘটনাক্রমে, ২৩ ডিসেম্বর থেকে শুরু এশিয়া কাপের আগে ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলও বর্তমানে এনসিএতে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। তরুণদের এমন গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের মূল্যবান সময় বের করে তরুণ ক্রিকেটারদের মধ্যে সময় কাটালেন রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে নিজেদের অভিজ্ঞতার ঝুলি থেকে তরুণদের জন্য টিপস দিতে দেখা যায় রোহিত শর্মাকে। বিসিসিআইয়ের তরফে রোহিতের সেই ছবিও শেয়ার করা হয়।

সূত্রের খবর, হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে জাতীয় দলে ফিরতে রোহিত শর্মার এখনো চার থেকে পাঁচ সপ্তাহ সময় লেগে যেতে পারে। আশা করা হচ্ছে, অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন তিনি। কিন্তু রবীন্দ্র জাদেজার ক্ষেত্রে ঘটনাটি একদম ভিন্ন। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে তিন থেকে চার মাস সময় লেগে যাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বর্তমানে ভারতীয় ক্রিকেট দল দুই অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই প্রোটিয়া সফরে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছে। চলতি মাসের ২৬ তারিখে বিরাট কোহলির নেতৃত্বে প্রথম টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

Advertisement

#Trending

More in Cricket News