Connect with us

Cricket News

প্রথম ওয়ানডে ম্যাচেই এই নতুন রেকর্ডের হাতছানি হিটম্যান রোহিতের সামনে

  • by

Advertisement

আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ অনুষ্ঠিত হতে চলেছে। পুনে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গোটা সিরিজ। ওয়ানডে সিরিজ দিয়েই ভারতে ইংল্যান্ডের সফর শেষ হবে যা ফেব্রুয়ারিতে চার ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়েছিলো। ২৬ তারিখে দ্বিতীয় ওয়ানডে এবং ২৮শে মার্চ তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে ম্যাচেই রোহিত শর্মার কাছে নতুন রেকর্ডের হাতছানি। শেহওয়াগকে টপকে ভারতের সর্বোচ্চ রানের ওপেনারদের তালিকার তৃতীয় স্থানে উঠে আসতে পারেন হিটম্যান।

বর্তমানে ওপেনার হিসেবে হিটম্যানের ঝুলিতে রয়েছে ৭১৪৮ রান। এই স্কোর নিয়ে আপাতত চতুর্থ স্থানে আছেন তিনি। লিস্ট ৭২৪০ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। ফলত, আজকের ম্যাচে ৯৩ রান করতে পারলেই শেহওয়াগকে টেক্কা দিয়ে ভারতীয়দের মধ্যে ওপেনার হিসেবে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হবেন রোহিত। ৯১৪৬ রানের সাথে এই তালিকার দ্বিতীয় স্থান দখল করে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৫৩১০ রান নিয়ে শীর্ষে বিরাজ করছেন মাস্টারব্লাস্টার শচীন তেণ্ডুলকর।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি নিশ্চিত করেছেন যে শিখর ধাওয়ান এবং রোহিত শর্মার জুটি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ইনিংস ওপেন করবেন। “ওয়ানডেতে উদ্বোধনী শিখর এবং রোহিতকে দিয়ে শুরু হবে। যখন একদিনের ক্রিকেটের কথা আসে, আমার মনে হয় না রোহিত আর শিখরের একসাথে ওপেনিং নিয়ে কোন সমস্যা বা সন্দেহ আছে। তাঁরা গত কয়েক বছরে দলের জন্য বিস্ময়কর পারফরমেন্স দিয়েছেন” বলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সহ-অধিনায়ক রোহিত শর্মা ১৪ মাসের দীর্ঘ বিরতির পর ওয়ানডে সেট আপ ফিরে আসবেন। তিনি সর্বশেষ জানুয়ারী 2020 তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজে একটি ওয়ানডে খেলেছেন। অন্যদিকে ধাওয়ান, নভেম্বর ২০২০ তে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেন। তিনি ৪০ গড়ে ১২০ রান করেছিলেন।

ভারতের সম্পূর্ণ ওয়ানডে স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধবন, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ক্রুণাল পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর।

ইংল্যান্ডের সম্পূর্ণ ওয়ানডে স্কোয়াডঃ ইওইন মর্গান, মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, মার্ক উড, রিস টপলি।

Advertisement

#Trending

More in Cricket News