
ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা ও তার স্ত্রী রীতিকা সাজদের পঞ্চম বিবাহবার্ষিকী অনুষ্ঠিত হল। পঞ্চম বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে সকাল থেকেই শুভেচ্ছা পেয়েছেন হিটম্যান ও তার স্ত্রী। আত্মীয়,পরিজন, মুম্বই ইন্ডিয়ান্স দল থেকে শুরু করে ভক্তরা সকলেই এই বিশেষ দিনে শুভেচ্ছা জানান হিটম্যানকে। বিবাহবার্ষিকী উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় রোহিত ও রীতিকা দুজনেই আবেগঘন পোস্টও শেয়ার করেন। যা মনে ধরেছে নেটিজেনদের।
5 yrs down….lifetime to go @ritssajdeh 😍 pic.twitter.com/PoYknOjLN5
— Rohit Sharma (@ImRo45) December 13, 2020
সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মা বিবাহবার্ষিকী উপলক্ষে রীতিকার সঙ্গে ৫টি ছবি শেয়ার করেছেন। রীতিকার সঙ্গে কাটানো সেরা ৫টি মুহূর্ত তুলে ধরেন ভারতীয় ক্রিকেট তারকা। টুইটারে এই ছবি শেয়ার করার পাশাপাশি রোহিত শর্মা লিখেছেন, “পাঁচ বছর হয়ে গেল। সারাজীবন এগিয়ে যেতে হবে।”
পাল্টা একই পথ অবলম্বন করেছেন হিটম্য়ানের স্ত্রী রীতিকা সাজদেও। তিনিও ইনস্টাগ্রামে ৫টি ছবি শেয়ার করেছেন। ৫টি সুন্দর মুহূর্ত শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে লিখেছেন, “হ্যাপি ৫ মাই লাভ রোহিত শর্মা।”
