Connect with us

Cricket News

Rohit Sharma: অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে প্রথম সিরিজেই বাজিমাত রোহিত শর্মার!!

Advertisement

ভারতীয় দলের ব্যাটন সম্প্রতি রোহিত শর্মার হাতে সমর্পণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিপূর্বে দীর্ঘ কয়েক বছর ধরে ভারতীয় দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন বিরাট কোহলি। তবে সম্প্রতি তিনি ক্রিকেটের সমস্ত ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়েছেন। ফলশ্রুতিতে ভারতীয় দলের নেতা এখন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজে ভারতীয় দলের হয়ে রোহিত শর্মার নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পুরো সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছিল হিটম্যানকে। সেই সিরিজে কে এল রাহুলের নেতৃত্বে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছিল।

তবে দেশের মাটিতে চোট সারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রোহিত শর্মা। গতকাল সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। যেখানে টসে হেরে প্রথমে ব্যাটিং করে ভারত। ক্যারিবিয়ানদের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ভারতীয় দল ২৩৭ রান সংগ্রহ করে। ২৩৮ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৯৩ রানে অলআউট হয়ে পড়ে ক্যারিবিয়ানরা।

ইতিপূর্বে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটের ব্যবধানে পরাজিত করেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্সের সাথে সাথে নেতা হিসেবে অনবদ্য সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অধিনায়ক হিসেবে ভারতীয় দলের দায়িত্ব নিজের কাঁধে নিয়েই প্রথম সিরিজে বাজিমাত করলেন রোহিত শর্মা। সিরিজের একটি ম্যাচ হাতে থাকতেই ক্যারিবিয়ানদের ধুলিস্যাৎ করে ২-০ ব্যবধানে জয়ের পতাকা উত্তোলন করেছেন রোহিত শর্মা। তাছাড়া অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব নিয়ে এখনো পর্যন্ত ১০০% জয় নিশ্চিত করেছেন তিনি।

Advertisement

#Trending

More in Cricket News