Connect with us

Cricket News

Gautam Gambhir: রোহিত শর্মার চোট ভারতীয় দলের জন্য অপূরণীয় ক্ষতি, বললেন গৌতম গম্ভীর

Advertisement

সদ্য ভারতীয় ক্রিকেটে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। টি-টোয়েন্টি এবং ওডিআই ক্রিকেটের নেতা হয়েছেন রোহিত শর্মা। অন্যদিকে টেস্ট ক্রিকেটের নেতৃত্বে রয়েছেন বিরাট কোহলি স্বয়ং। আর মাত্র দু’দিন পর দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার কথা ভারতীয় দলের। সেখানে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অবসর দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। কিন্তু আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দলের বিরাট দায়িত্ব পড়েছিল তার কাঁধে। টেস্ট ক্রিকেটে অজিঙ্কা রাহানেকে সরিয়ে সহ-অধিনায়ক করা হয়েছিল রোহিত শর্মাকে। দক্ষিণ আফ্রিকায় রোহিত শর্মার ব্যাট থেকে বড় ইনিংস আশা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

কিন্তু সমস্ত জল্পনার সমাপ্তি যে এইভাবে হবে সেটি অদৃষ্টের খেলা ছাড়া আর কিছুই নয়। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে মুম্বাইয়ে নেট প্র্যাকটিস করতে নামেন রোহিত শর্মা। আর সেখানে অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন ভারতীয় এই ওপেনিং ব্যাটসম্যান। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম জানিয়ে দিয়েছে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ খেলতে পারবেন না রোহিত শর্মা। চোটের গভীরতার দিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এদিকে ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর হতাশা প্রকাশ করেছেন রোহিত শর্মার চোট নিয়ে। তার মতে, রোহিত শর্মা দলছুট হওয়ায় ভারতীয় ক্রিকেটে অপূরণীয় ক্ষতি হতে চলেছে। চলতি বছর ইংল্যান্ড টেস্টে দুর্দান্ত ছন্দে ছিলেন রোহিত শর্মা। দেশের বাইরে প্রথম শতক করেছিলেন তিনি। তাছাড়া ভারতীয় দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন রোহিত শর্মা। টিম ম্যানেজমেন্টের পছন্দের ওপেনিং ব্যাটসম্যান ছিলেন তিনি। হঠাৎ চোট পেয়ে সিরিজ থেকে বেরিয়ে যাওয়ায় আসন্ন সময় ভারতীয় দলে অপূরণীয় ক্ষতি হতে চলেছে তার ইঙ্গিত দিয়েছেন গৌতম গম্ভীর।

যদিও রোহিত শর্মার বদলে ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছেন প্রিয়ঙ্ক। ২০১৬ মরসুম থেকে তিনিই ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রথম শ্রেনির ক্রিকেটে ১০০টি ম্যাচ খেলে ৭০১১ রান করেছেন তিনি। গড় ৪৫.৫২। সঙ্গে রয়েছে ২৪টি শতরান ও ২৫টি অর্ধ শতরান। সর্বোচ্চ পঞ্জাবের বিরুদ্ধে অপরাজিত ৩১৪ রান। সঙ্গে রয়েছে ২২টি উইকেট।

Advertisement

#Trending

More in Cricket News