Connect with us

Cricket News

‘সতীর্থদের মুখোমুখি হওয়ার সাহস ছিল না’ অবশেষে ভেঙে পড়ার কারণ জানালেন রাসেল

  • by

Advertisement

কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ২০২১ এর অভিযান বেশ অদ্ভুত রকম ভাবে চলছে। ২১ এপ্রিল, বুধবার আন্দ্রে রাসেল যখন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে ব্যাট করতে আসেন, তখন কেকেআরের দরকার ছিল ১৫ ওভারে ১৮৯ রান। ৫.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩১ রান করেছে কলকাতা।

যাইহোক, রাসেল মাঠে নেমে শুরু থেকেই বেপরোয়া হয়ে ওঠে। অভিজ্ঞ এই ক্যারিবিয়ান ক্রিকেটার তিনটি চার এবং ছয়টির মতো ছক্কা সহ ২২ বলে ৫৪ রান করেন। রাসেল যখন ধ্বংসলীলায় মত্ত তখন স্যাম কুরানের বলে বোল্ড হন তিনি। কারেনের বলে আউট হয়ে যথেষ্ট অবাক হন রাসেল। এরপর, তাকে সিঁড়িতে মাথা নিচু করে বসে থাকতে দেখা যায়। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআর ১৮ রানে খেলায় হেরে যাওয়ায় তাকে হতাশ দেখাচ্ছিল। এই বিষয়ে কথা বলতে গিয়ে রাসেল বলেন যে তিনি হতাশ এবং তার সতীর্থদের মুখোমুখি হওয়ার
সাহস ছিল না তাঁর কাছে।

আমি দলকে ওই অবস্থা থেকে বাঁচাতে চেয়েছিলাম: আন্দ্রে রাসেল

“আমি খুব আবেগপ্রবণ ছিলাম এবং আমি জানতাম না কীভাবে চেঞ্জিং রুমে ঢুকবো এবং একটি বল ছেড়ে এভাবে বোল্ড হওয়ার পরে আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি সতীর্থদের মুখোমুখি হব। দলকে ওই অবস্থা থেকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু আমি আমার কাজ সম্পূর্ণ করতে পারিনি” ম্যাচ শেষে ইন্টারভিউতে রাসেল বলেন। “আমি ক্রিজে থাকলে সবকিছু সম্ভব। হ্যাঁ, আমি এটি অনেক বার করেছি। এক্ষেত্রে কোনও সন্দেহ নেই যে ২০ বলে ১০০ রান করা যায়, সেখানে ২০ টি ছক্কা মারার সম্ভাবনা থাকে”।

রাসেল ছাড়াও প্রাক্তন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ও প্যাট কামিন্স দলকে জেতাতে লড়াই করেছিলেন। কার্তিক ২৪ বলে ৪০ রান পান। কামিন্স ৩৪ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৬৬ রানে অপরাজেয় থাকেন। তবে, নাইটরা ১৯.১ ওভারে ২০২ রানে অলআউট হয়ে যাওয়ায় তাদের প্রচেষ্টা বৃথা যায়।

Advertisement

#Trending

More in Cricket News