
ক্রিকেটের মধ্যে ঘোর অরাজগতা। ২০২১ সালে করোনা আবহের মধ্যে প্রথমবার ‘পথ নিরাপত্তা’ বাড়াতে বিশ্ব সিরিজের আয়োজন করেছিল ভারত। যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটাররা অংশগ্রহণ করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছর আবারও ‘পথ নিরাপত্তা’ সিরিজ আয়োজিত হতে চলেছে। তবে এবার এই সিরিজে দেখা যাবেনা কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। শচীন টেন্ডুলকারের ঘনিষ্ঠ সূত্রে খবর, বিগত বছর করোনা পরিস্থিতির মধ্যে এই সিরিজে অংশগ্রহণ করলেও নিজের পারিশ্রমিক পাননি শচীন টেন্ডুলকার। বরং টুর্নামেন্ট শেষ করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন কিংবদন্তি।
ভারতীয় দল ‘ইন্ডিয়ান লেজেন্ডস’-এর নেতা ছিলেন শচীন টেন্ডুলকার। শুধু তিনিই নন! সূত্রের খবর, অনেক প্রাক্তন ক্রিকেটারই প্রথম সংস্করণে খেলার পর পুরো বেতন এখনও পাননি। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর, সে দেশের প্রাক্তন ক্রিকেটার খালেদ মাহমুদ, খালেদ মাসুদ, মেহরাব হোসেন, রাজিন সালেহ, হান্নান সরকার এবং নাফিস ইকবাল এখনও কোনও টাকা পাননি ২০২১ ‘পথ নিরাপত্তা’ সিরিজের। প্রথম বারের প্রতিযোগিতায় শচীন টেন্ডুলকার এই সিরিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন। প্রতিযোগিতার কমিশনার ছিলেন সুনীল গাওস্কর।
চলতি বছর জনসচেতনতা মূলক এই সিরিজ ১লা মার্চ থেকে ১৯শে মার্চ অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিযোগিতার মূল আয়োজক রবি গায়কোয়াড়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি। জানা গিয়েছে, গত বছরের ৩১ মার্চের মধ্যে সম্পূর্ণ বেতন দেওয়ার কথা ছিল ক্রিকেটারদের। কিন্তু অনেকেই তা পাননি। যার ফলশ্রুতিতে চলতি মরশুমে আয়োজিত হতে যাওয়া ‘পথ নিরাপত্তা’সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
