
আবারো নিজেদের প্রিয় ক্রিকেটারদের ২২ গজে দেখতে চলেছে ক্রিকেটপ্রেমীরা। শচীন টেন্ডুলকার কিংবা বীরেন্দ্র শেওয়াগ, রিকি পন্টিং কিংবা কুমার সাঙ্গাকারা, প্রাক্তন এসব কিংবদন্তিদের আবারও দেখা যাবে ক্রিকেটের ময়দানে। হ্যাঁ, আগামী ২রা জুন ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের। যেখানে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং ইংল্যান্ডের সঙ্গে এই ইভেন্টে এ বার যোগ দেবেন কিউয়ি কিংবদন্তিরা। পুরো টুর্ণামেন্টটি ৩০ দিনে সম্পন্ন হবে বলে জানা গেছে। মূলত, সড়ক নিরাপত্তা জনিত সচেতনতা তৈরি করতে এই সিরিজের আয়োজন করা হয়।
এ প্রসঙ্গে ভারতের ক্রিয়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এদিন সংবাদমাধ্যমে বলেন,’আমি নিশ্চিত যে, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ সামাজিক পরিবর্তন আনতে যথোপযুক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে। মানুষের মানসিকতার পরিবর্তনে এটি নিখুঁত ভাবে কাজ করবে। ভারত এমন টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে জেনে তিনি অত্যন্ত আপ্লুত। এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং ইংল্যান্ডের সঙ্গে ৩০ দিনের এই ইভেন্টে এ বার যোগ দেবেন কিউয়ি কিংবদন্তিরা।
আপনাদের জানিয়ে রাখি, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজটি ভারত সরকারের কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রক এবং যুব ও ক্রীড়া মন্ত্রক দ্বারা সমর্থিত। এদিকে ভারত সরকারের সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, নিঃসন্দেহে এটি একটি বিশ্ব ক্রিকেটের দারুন সংস্করণ। এই টুর্নামেন্টের মাধ্যমে সাধারণ মানুষদের পথ নিরাপত্তা জনিত বিষয় উপলব্ধ করানোর একটি দুর্দান্ত রাস্তা হয়ে আত্মপ্রকাশ করবে। আমরা চাই রাস্তায় চলাচলরত প্রতিটা মানুষ সড়ক নিরাপত্তা জনিত নিয়মকানুন মেনে চলুক এবং নিজেরা সচেতন থাকুক, তাতেই দুর্ঘটনা এড়িয়ে সুস্থ এবং সুন্দর পরিবহন ব্যবস্থা নির্মাণ করা সম্ভব হবে।
