
জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান রস টেইলর। শেষ ম্যাচে তার সাথে মাঠে নেমেছিলেন তার ছেলে-মেয়েরাও। দুই মাস পূর্বে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন রস টেইলর। সেই টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। এমনকি বল হাতে উইকেট দখল পর্যন্ত করেছিলেন। সেই সিরিজের পর তিনি নিজে থেকেই আন্তর্জাতিক ওডিআই ক্রিকেট থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি নিজেই জানিয়েছিলেন,”নেদারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ হবে আমার জীবনের শেষ আন্তর্জাতিক ওডিআই সিরিজ।”
উক্ত সমীকরণে সঙ্গতি রেখে নেদারল্যান্ডের বিরুদ্ধে নিজের জীবনের শেষ ম্যাচ খেলেছেন রস টেইলর। জীবনের শেষ ম্যাচে তিনি ১৬ বলে ১৪ রান করে আউট হন। জীবনের শেষ ইনিংসে তিনি একটি ছক্কাও মেরেছেন। নিউজিল্যান্ডের কিংবদন্তি তাঁর ওডিআই ক্যারিয়ারে দেশের জার্সিতে ২৩৬টি ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যে ৮৫৮৮রান করতে সক্ষম হয়েছেন। ওয়ানডেতে টেলরের নামে রয়েছে ২১টি সেঞ্চুরি ও ৫১টি হাফ সেঞ্চুরি। তাছাড়া আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৭৫৮৪ রান রয়েছে রস টেইলরের নামে। আপনাদের জানিয়ে রাখি, ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ খেলে টেলরের ওডিআই অভিষেক করেছিলেন।
You’ve been a great ambassador of the game Ross! It was wonderful playing against you. The way you reinvented yourself over the years to adapt is an inspiration for all the young kids aspiring to be cricketers.
Heartiest congratulations on a fabulous career. pic.twitter.com/RpB62iuuD0
— Sachin Tendulkar (@sachin_rt) April 4, 2022
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার তাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন পরবর্তী জীবনের জন্য। শচীন টেন্ডুলকার লেখেন, ‘রস, তুমি ক্রিকেটের একজন দারুণ দূত। তোমার বিরুদ্ধে খেলাটা ভীষণ উপভোগ করেছি। যেভাবে তুমি সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নিতে নিজের খেলায় বদল ঘটিয়েছো, তা ক্রিকেটার হতে চাওয়া প্রতিটি তরুণের কাছেই আদর্স। দুর্দান্ত এক কেরিয়ারের জন্য তোমায় অনেক শুভেচ্ছা।’
Shukria Sachin Bhai, aap ki recognition ke liye. To get this message from my favourite player growing up is an absolute honour 🙏
— Ross Taylor (@RossLTaylor) April 8, 2022
এবার শচীন টেন্ডুলকারের শুভেচ্ছা বার্তার জবাব দিলেন কিউই ব্যাটসম্যান রস টেইলর। তিনি শুদ্ধ হিন্দিতে শচীন টেন্ডুলকারের উদ্দেশ্যে লেখেন যার বাংলা অনুবাদ কিছুটা এমন দাঁড়ায়,”আমায় স্বীকৃতিদান করার জন্য ধন্যবাদ, শচীন ভাই। ছোটবেলা থেকে আমার যিনি প্রিয় খেলোয়াড় ছিলেন, তাঁর থেকে এমন একটি বার্তা আমার কাছে ভীষণই সৌভাগ্যের।’
