Connect with us

Cricket News

করোনা আক্রান্ত মাস্টার ব্লাস্টার শচীন

  • by

Advertisement

করোনা আক্রান্ত মাস্টার ব্লাস্টার শচীন। আজ টুইট করে নিজেই এই খবর জানালেন তিনি। কিছুদিন আগে রোড সেফটি নিয়ে ক্রিকেট সিরিজ খেলেন তিনি। অবশেষে করোনার প্রকোপ থেকে নিস্তার পেলেননা তিনিও।

শচীন জানান সব রকম সতর্কতা অবলম্বন করার পরও করোনা রিপোর্ট পসিটিভ আসে তাঁর। তিনি বলেন ” কিছু উপসর্গ দেখা দেওয়ায় আমি কোভিড টেস্ট করাই এবং তাতে রিপোর্ট পসিটিভ আসে। আমি নিজেকে কোভিডমুক্ত রাখার যথাসম্ভব চেষ্টা করেছি। এখন আমি বাড়িতে থাকছি। পরিবারের বাকি সকলের রিপোর্ট নেগেটিভ। চিকিৎসকদের সব পরামর্শ মেনে চলছি। সব চিকিৎসকদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।”

মাস্টার ব্লাস্টার শচীনের এই টুইট বেশ উদ্বিগ্ন করেছে ভক্তদের।

Advertisement

#Trending

More in Cricket News