
শচীন-সৌরভ জুটি, এ যেন ক্রিকেটের এক স্মরণীয় অধ্যায়। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন। একজন ‘গড অফ ক্রিকেট’ আর একজন ‘গড অফ অফসাইড’। গড়ে উঠেছে তাদের মধ্যে একের পর এক ম্যাচে নজরকাড়া পার্টনারশিপ। তারই সুবাদে এই দুই জুটিতে ভারতের খাতায় যুক্ত হয়েছে ৮২২৭ রান। সৌরভ ও শচীনের সম্পর্ক আজকের নয়। তাদের প্রথম দেখা হয়েছিল ১৯৮৮ সালে একটি ক্রিকেট ক্যাম্পে। তারপর ১৯৯২ সাল থেকে দাদার ক্রিকেট যাত্রার সূচনা হয়। দুজনে মিলে ভারতীয় ক্রিকেটের নকশাটা যেন পরিবর্তন করে দিয়েছিলেন। আজও দুজনের মধ্যে সেই বন্ধুত্ব অটুট।
যখন দুজন একসাথে ধারাভাষ্য দেন তখন তারা ইয়ারকি আড্ডাতে মেতে ওঠেন পরস্পরের সাথে। বাঙালি বন্ধু সৌরভ এর জন্মদিনে তার কাছ থেকে শুভেচ্ছা বার্তা আসবে না, এমন কি হতে পারে? বাঙালি বন্ধুর জন্য তাই শচীন টেন্ডুলকার বাংলায় শুভেচ্ছাবার্তা পাঠালেন। তিনি টুইটে বাংলায় লিখেছেন-“আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি”।তার এই বাংলায় টুইট দেখে হতবাক ক্রিকেটমহল।
সৌরভ ও শচীনের বন্ধুত্বের সাক্ষী স্বরূপ শচীন টেন্ডুলকার একটি ছবিও শেয়ার করেছেন। যেখানে বাঙালি বন্ধু সৌরভ গাঙ্গুলীর জন্ম দিনে এসে বাঙালি খাবার খেতে দেখা যাচ্ছে শচীন টেন্ডুলকারকে। মহারাজ আজ ৪৯ বছরে পদার্পণ করলেন। ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী এখন বিসিসিআই এর প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত। সৌরভের সতীর্থ শচীন টেন্ডুলকার দাদাকে ভালোবেসে “দাদি” বলে ডাকেন। অভিন্ন হৃদয় এর বন্ধুকে তাই “দাদি” বলেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শচীন টেন্ডুলকার। কিন্তু দেশ-বিদেশে সৌরভ গঙ্গুলি ‘দাদা’ বলেই পরিচিত। শচীনের করা বাংলায় টুইট ইতিমধ্যে ভাইরাল হয়েছে বাঙালি ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তাদের বন্ধুত্ব চিরন্তর থাকুক এটাই কামনা ক্রিকেটপ্রেমীদের।
