
শচীন তেন্ডুলকরের শেষ টেস্ট বা ওয়ানডে ম্যাচ কবে ছিল সেটা আমরা অনেকেই জানি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে তিনি তার শেষ ম্যাচ কবে খেলেছিলেন সেটা খুব কমজনই জানি।
যারা জানেননা তাদের জন্য এই প্রতিবেদন। আজকের দিনে হরিয়ানার বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেটের শেষ ম্যাচে খেলতে নামেন ভারতের লিটল মাস্টার। হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ট্রফির এই ম্যাচটা ছিল শচীনের শেষ ম্যাচ।
এই ম্যাচে মুম্বই ৪ উইকেটে জয় পায়। প্রথমে ব্যাট করে হরিয়ানা প্রথম ইনিংসে সংগ্রহ করে ১৩৪ রান। সর্বোচ্চ ৪৯ রান করেন মোহিত শর্মা। মুম্বইয়ের বোলারদের মধ্যে সবথেকে ভাল বল করেন অভিষেক নায়ার। ১০ ওভারে ৩৮ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন তিনি। জবাবে মুম্বইও প্রথম ইনিংসে একদমই ভাল খেলতে পারেনি। তাদের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৩৬ রানে। সর্বোচ্চ ৫১ রান করেন অজিঙ্কে রাহানে। শচীন তেন্ডুলকরের সংগ্রহ ৭ বলে ৫ রান। হরিয়ানার বোলারদের মধ্যে যোগিন্দর শর্মা ১১ ওভারে ১৬ রান দিয়ে ৫ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে হরিয়ানার সংগ্রহ ২৪১ রান। সানি সিং সর্বোচ্চ ৬৩ রান করেন। জয়ন্ত যাদব ৪৫ এবং রাহুল দেওয়ান ৪৪ রান করেন। মুম্বই বোলারদের মধ্যে সবথেকে ভাল বল করেন জাহির খান ও ভিশাল দাবহোলকার। দু’জনেই ৪টি করে উইকেট পান।
দ্বিতীয় ইনিংসে ২৪০ রানের টার্গেটে ৬ উইকেট হারিয়ে পৌঁছে যায় মুম্বই। ১৭৫ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন শচীন।তাঁর ইনিংসটি সাজানো ছিল ৬টি বাউন্ডারির সাহায্যে। কৌস্তুভ পাওয়ার ৪৭ এবং রাহানে ৪০ রান করেন।
