
আইপিএলের পর এবার রঞ্জি খেলার ডাক পেলেন শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার। মুম্বাইয়ের জার্সিতে মাঠে নামবেন তিনি। প্রথম দুটি ম্যাচের জন্য দলে রাখা হয়েছে তাকে এমনটাই সূত্রের খবর। পৃথ্বী শ-র অধিনায়কত্বে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে পারফরম্যান্স করবেন তিনি। ইতিপূর্বে অর্জুন টেন্ডুলকার মুম্বাইয়ের জার্সিতে সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে দুটি ম্যাচ খেলেছেন। যেখানে তাঁর সংগ্রহে দুটি উইকেট রয়েছে।
রঞ্জি ট্রফিকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে মুম্বাই। যদিও সেই দলে রাখা হয়নি অজিঙ্কা রাহানে রোহিত শর্মা কিংবা সূর্য কুমার যাদবকে। কারণ বর্তমানে অজিঙ্কা রাহানে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে যেতে পারেন রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদব। তাই তাদেরকে ছাড়াই দল গঠন করেছে মুম্বাই। মুম্বই দলে রয়েছেন তরুণ যশস্বী জয়সওয়াল, অভিজ্ঞ আদিত্য তারে, ধবল কুলকার্নিরা।
শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। ২০ লক্ষ টাকায় মুম্বাই ইন্ডিয়ান্স ধরে রেখেছিল তাকে। তবে ব্যাট হাতে মাঠে নামা হয়নি তার। চোট পেয়ে শিবির ছাড়া হন তিনি। রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্র এবং দিল্লির বিরুদ্ধে মুম্বইয়ের প্রথম দুই ম্যাচ। সেই ম্যাচে মাঠে নামবেন অর্জুন টেন্ডুলকার। ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এ বারের রঞ্জি। করোনার জন্য গত বছর আয়োজন করাই যায়নি এই প্রতিযোগিতা। প্রথম ম্যাচে মুম্বই খেলবে মহারাষ্ট্রর বিরুদ্ধে। ইডেনে হবে সেই ম্যাচ।
