
নেপালের তারকা ক্রিকেটার সন্দ্বীপ লামিচানে করোনায় আক্রান্ত হয়েছেন। নিজের টুইটারে লামিচানে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
লামিচানে টুইট করে লিখেছেন, “আমি করোনায় আক্রান্ত হয়েছি। বুধবার থেকে অসুস্থ বোধ করছি। তবে আমার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে আমি আবারো মাঠে ফিরব। সবাই আমার জন্য প্রার্থনা করবেন।”
Hi Everyone, Greetings to all.
Its my sincere duty to tell you all that I have been tested positive for COVID-19. I had some body aches since Wednesday. But my health is improving a little bit now. If all goes well, I will return to the field again. Keep me in your prayers.🙏— Sandeep Lamichhane (@Sandeep25) November 27, 2020
কাঠমান্ডুর ত্রিভূবন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ট্রেনিং ক্যাম্প করার কথা ছিল নেপাল ক্রিকেটারদের। ক্যাম্পের আগেই লামিচানে ও নেপালের অধিনায়ক জ্ঞনেন্দ্র মল্লসহ ৪ জন করোনায় আক্রান্ত হলেন।
আসন্ন বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলার কথা লামিচানের। এর আগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেছেন এই লেগস্পিনার। দেশের হয়ে ১০টি ওয়ানডে ও ১৭টি টি-২০ ম্যাচ খেলেছেন বছর ২০’র এই ক্রিকেটার। ১০টি ওয়ানডেতে ২৩টি উইকেট পেয়েছেন তিনি। ১৭টি টি-২০ তে তার সংগ্রহ ২৭টি উইকেট। এছাড়া ৯টি আইপিএল ম্যাচ খেলে ১৩টি উইকেট সংগ্রহ করেছেন এই তারকা ক্রিকেটার।
