
ভারত ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল থেকে। লর্ডসের স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি ভারত। আবার কি হতে চলেছে নতুন ইতিহাস? বর্তমানে লডসের স্টেডিয়ামে খেলা দেখতে গেছেন মহারাজ। মহারাজের সামনে কি ভারতীয় দল প্রথম জয়লাভ করবে। নটিংহ্যামে প্রথম ম্যাচে ভারতীয় দল জয়ের দোরগোড়ায় থাকলেও বৃষ্টি ভিলেন হয়ে দাঁড়ায়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিকে আম্পিয়ার ড্র ঘোষণা করেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল বিরাট কোহলি টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামেন।
রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনবদ্য জুটিতে ভারত ১২৬ রান সংগ্রহ করে। ব্যক্তিগত ৮৩ রানে আউট হয় প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা। কে এল রাহুল ১২৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। দলের হয়ে আবারও প্রথম ইনিংসে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রবীন্দ্র জাদেজা। তিনি ব্যক্তিগত ৪০ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া ভিরাট কহলি ৪২ রান এবং রিসব পন্ত ৩৭ রান যোগ করেন দলের খাতায়। বিগত ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ হলেন চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কা রাহানে। ইংলিশ তারকা ক্রিকেটার জেমস অ্যান্ডারসন আবারো ৫ উইকেট তুলে নেন ভারতীয়দের বিরুদ্ধে। এছাড়া রবিনসন এবং উড দুটি করে উইকেট তুলে নেন।
প্রথম ইনিংসে ভারত সবকটি উইকেট হারিয়ে ৩৬৪ রান সংগ্রহ করে। জবাবে প্রথম ইনিংসে খেলতে নেমেছে টিম ইংল্যান্ড। ব্যাটিং করতে নেমে খুব তাড়াতাড়ি দুটি উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড ক্রিকেট টিম। দলের হয়ে ররি বার্নস ৪৯ রানে আউট হন। দলের অধিনায়ক জো রুট অপরাজিত ৪৮ রানে ব্যাট করছে। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে। মোহাম্মদ সিরাজ ব্যক্তিগত দুটি উইকেট এবং মোহাম্মদ সামি ব্যক্তিগত একটি উইকেট দখল করেছেন। কাল খেলার তৃতীয় দিনে জো রুট এর সাথে ব্যাটিং করবেন জনি বেয়ারস্টো।
