Connect with us

Cricket News

IND Vs RSA: মুকুটহীন বিরাট নামতে চলেছেন মাঠে! দেখুন প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ

Advertisement

সম্প্রতি টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পর ক্রিকেটপ্রেমীরা ভেবেছিলেন বিরাট কোহলি জীবনের চরমতম নির্ণয় নিতে পারেন। তবে অনুশীলন করতে গিয়ে দেখা গেল তার বিপরীত রূপ। ইগো সরিয়ে দিব্যি বাকি টিম মেম্বারদের মত অধিনায়ক কে এল রাহুলের কথা মন দিয়ে শুনতে ব্যস্ত তিনি। গতকাল সমস্ত আলোচনার সমাপ্তি ঘটিয়ে কে এল রাহুলের অধীনে ওডিআই সিরিজ খেলতে প্রথম অনুশীলন করতে নেমেছিলেন বিরাট কোহলি সহ ভারতের বাকি প্লেয়াররা। যেখানে কে এল রাহুলের বক্তব্য মন দিয়ে শুনতে দেখা গেছে কোহলিকে।

প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে। যেখানে অধিনায়ক হিসেবে মাঠে দায়িত্ব পালন করতে দেখা যাবে ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুলকে। তার ডেপুটি হিসেবে কাজ করবেন জসপ্রীত বুমরাহ। অন্যদিকে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি কেবল মাত্র একজন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামবেন। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে পারেন শেখর ধাওয়ান এবং সূর্য কুমার যাদব।

চতুর্থ ব্যাটিং বিকল্প হিসেবে অবশ্যই টিম ম্যানেজমেন্টের পছন্দে থাকবেন শ্রেয়াস আইয়ার। উইকেট-রক্ষক ব্যাটসম্যান হিসেবে নিঃসন্দেহে ভারতীয় একাদশে জায়গা করে নেবেন ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত শতরানের ইনিংস খেলেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তেমন সাফল্যের মুখ দেখতে পাননি অভিজ্ঞ ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন। তাই তার স্থানে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন চতুর স্পিনার যুজবেন্দ্র চাহাল।

এদিকে অলরাউন্ডার হিসেবে প্রথম একাদশে থাকতে পারেন শার্দুল ঠাকুর কিংবা ডানহাতি অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। পেস বোলার হিসেবে দলে থাকবেন জসপ্রীত বুমরাহ। সাথে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। মোহাম্মদ সিরাজ এখনো পুরোপুরি ভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি, সেই কারণে প্রথম একাদশে থাকতে পারেন ভুবনেশ্বর কুমার এবং দীপক চাহার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ: কে এল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ (উইকেট-রক্ষক), যুজবেন্দ্র চাহাল, শার্দুল ঠাকুর/ভেঙ্কটেশ আইয়ার, জসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার

Advertisement

#Trending

More in Cricket News