Connect with us

Cricket News

দেখুন সিডনি টেস্ট কখন শুরু হবে, পিচ কেমন থাকবে

Advertisement

মেলবোর্নে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ৮ উইকেটে উড়িয়ে দেওয়ার পর কাল সিডনিতে তৃতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে দুই দল। সিরিজের ফলাফল ১-১। সিডনিতে ম্যাচ জিতে ব্যবধান বাড়ানোর লক্ষ্য টিম ইন্ডিয়ার।

সিডনি টেস্টের উইকেট কেমন হতে পারে? 

অস্ট্রেলিয়ার একমাত্র স্পিন সহায়ক উইকেট হিসেবে পরিচিতি রয়েছে সিডনির। কিন্তু এবারই তার ব্যতিক্রম হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ভারতের বিরুদ্ধে টেস্টে গতি এবং বাউন্স নিয়েই হাজির হচ্ছে অস্ট্রেলিয়া।

তৃতীয় টেস্ট ম্যাচে সিডনির উইকেট কেমন হবে, তা নিয়ে জল্পনা ছিলই। এবার উইকেটে ঘাস থাকছে। তার সঙ্গে বেশ শক্ত হবে এই উইকেট, অর্থাত্‍ বাউন্সও থাকবে। বুধবার এমনটাই জানিয়েছেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচ কিউরেটর অ্যাডাম লুইস। তিনি বলেন, “আবহাওয়া আমাদের চিন্তায় রেখেছে। অনেক পরিশ্রম করে আমরা এই উইকেট বানাতে পেরেছি। এই ম্যাচ এখন আমাদের কাছে ফাইনাল ম্যাচের মতো।’ তিনি আরও বলেন, ‘এটা আমাদের কাছে বিরাট বড় মঞ্চ। নিউ সাউথ ওয়েলস প্রশাসন ও ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের এই টেস্ট উপহার হিসেবে দিয়েছে। আমরা আবহাওয়ার কথা মাথায় রেখে আমাদের কাজ করেছি। উইকেট রোল করা হয়েছে। ভাল উইকেটেই খেলা হবে।”

করোনার কারনে সিডনি টেস্ট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যা নিয়ে লুইস বলেন, ‘প্রথমদিকে সমস্যা থাকলেও আমরা দুই দলে ভাগ হয়ে দুই দিকে কাজ করতে শুরু করি। আমরা এখন সেই অবস্থা কাটিয়ে উঠেছি। সবকিছুই ঠিকঠাক কাজ করছে।’

ম্যাচ কখন শুরু হবে? 

সিডনিতে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শুরু হবে ভোর ৫টায়।

দেখে নিন সিডনি টেস্টে ভারতের প্রথম একাদশ : 

রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কে রাহানে (অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, জসপ্রীত বুমরাহ

Advertisement

#Trending

More in Cricket News