Connect with us

Cricket News

দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে দুর্দান্ত নজির গড়লেন রোহিত, ক্রিস গেইলকে ছুঁলেন হিটম্যান

  • by

Advertisement

প্রথম টেস্টে হিটম্যান রোহিত শর্মার ইনিংস দেখে আশাহত হয়েছিল গোটা ভারত। দুই ইনিংসে ১৮ রানের কাছাকাছি রান করেছিলেন তিনি। বারবার ইংল্যান্ড বোলারদের সামনে মুখ থুবড়ে পড়তে দেখে রোহিতকে কোঠর সমালোচনায় বিঁধেছিল ভক্তরা। চেপাকে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সকলকে মোক্ষম জবাব দেন তিনি। ২৩১ বলে ১৬১ রানের অসামান্য ইনিংস খেলে তাক লাগিয়ে দেন একেবারে। ১৮ টি চার এবং ২টি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। প্রথম টেস্টে ভরাডুবির মুখে পরেছিল ভারত। দ্বিতীয় টেস্টে তিনি যেন ঝড়ের মতো ভারতীয় দলের রান এগিয়ে নিয়ে গেলেন। আর সেই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টাইপের ক্রিকেটেই অর্থাৎ টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টিতে শতরান করার নজির গড়লেন হিট্ম্যান। বিশ্বে এই কৃতিত্বের অধিকারী ছিলেন শুধুমাত্র বিধ্বংসী গেইল। এবার তাঁর পাশে উঠে এলো রোহিতের নাম।

রোহিতের রেকর্ডঃ একদিনের ক্রিকেটে রোহিত ইংল্যান্ডের বিপক্ষে দুইবার সেঞ্চুরি করেন । প্রথমটি ২০১৮ সালে অপরাজিত ১৩৭ রান (নটিংহ্যামে)। দ্বিতীয়টি ২০১৯ সালে বিশ্বকাপে ১০২ রান (বার্মিংহামে)। ২০১৮ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত ব্রিস্টলে অপরাজিত ১০০ রান করেন। । এরপর চেন্নাইয়ে ইংল্যান্ডের সাথে চলতি দ্বিতীয় টেস্িয়র প্রথম দিনই রোহিতের ১৬১ রান করলেন।

গেইলের রেকর্ডঃ ওয়েস্ট ইন্ডিজের ধ্বংসাত্মক ব্যাটসম্যান গেইল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তিনটি শতরানের রেকর্ড করেন। প্রথমটি ২০০৪ সালে ওভালে ১০৫ রান(ওভালে)। দ্বিতীয়টি ২০০৯ সালে ১০৪ রান(কিংস্টনে) ও তৃতীয়টি ২০০৯ সালে ১০২ রান (পোর্ট অফ স্পেনে)। একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ টি সেঞ্চুরির রেকর্ড করেন গেইল। প্রথমটি ২০০৪ সালে অপরাজিত ১৩২ রান (লর্ডসে)। দ্বিতীয়টি ২০০৬ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১০১ রান ( আমদাবাদে)। ৩ নং টি ২০১৯ সালে ব্রিজটাউনে ১৩৫ রান (ব্রিজটাউনে)। এবং সর্বশেষটি সেই একই সিরিজেই ১৬২ রান (সেন্ট জর্জেসে )। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে গেইল একটি ১০০ করেন। আর সেটি ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত ১০০ রান।

ডানহাতি ব্যাটসম্যান রোহিত টেস্টে বেশ কিছু ব্যর্থতার পর ইংল্যান্ডের সাথে ২য় টেস্টে বড় স্কোর করলেন। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর থেকে রোহিতের ঝুলিতে আর কোন সেঞ্চুরি ছিল না। আজ অনেক প্রশংসায় ভেসেছেন তিনি। আশা করা যায় আগামী দিনের ম্যাচগুলিতেও তিনি একই ছন্দ বজায় রাখবেন।

Advertisement

#Trending

More in Cricket News