
বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা কর্তৃক সেরা বোলার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের তরুণ পেসার শাহীন শাহ আফ্রীদি। তালিকা প্রকাশের এখনো সপ্তাহ পূর্ণ হয়নি, এর মধ্যেই নিজের কাঙ্খিত বাসনা প্রকাশ করলেন পাকিস্তানের তরুণ পেসার। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ভারতের তিন ক্রিকেটারকে আউট করে স্বপ্নের হ্যাটট্রিক করতে চান তিনি। তার ইচ্ছা শুনে রীতিমত অবাক হয়েছে ক্রিকেট বিশ্ব। কারণ যাদের উইকেট নিয়ে হ্যাটট্রিক করার ইচ্ছা প্রকাশ করেছেন শাহীন শাহ আফ্রীদি তারা হলেন রোহিত শর্মা, কে এল রাহুল এবং বিরাট কোহলি।
সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তরুণ পাক পেসারকে জিজ্ঞাসা করা হয়, যদি তিনি আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের হ্যাটট্রিক করতে চান তাহলে কোন কোন ক্রিকেটারকে আউট করতে চাইবেন তিনি? এই প্রশ্নের উত্তরে শাহীন শাহ আফ্রীদি এই তিন ভারতীয় ক্রিকেটারকে বেছে নিয়েছেন। তিনি বলেন, বিশ্বকাপে আমি এই তিনজনের উইকেট পেয়েছি। তবে হ্যাটট্রিক করতে পারেনি। সেই ইচ্ছা পূরণ করতে আমি এই তিন ক্রিকেটারকে বেছে নিয়েছি।
এরপর তাকে প্রশ্ন করা হয়, তার জীবনের সেরা বোলিং তিনি কবে এবং কখন করেছেন? জবাবে শাহীন শাহ আফ্রীদি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে বিরাট কোহলিকে আউট করাই ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তার মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় উইকেট ছিল বিরাট কোহলির। তার মতে, উক্ত উইকেটটি ছিল তার জীবনের সেরা প্রাপ্তি।
তিনি আরো বলেন, টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৫ উইকেট দখল করেছি। তবে যদি সেরা বোলিং বলতে চাই সে ক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে আমার জীবনের সেরা বোলিং ছিল বলে আমি মনে করি। ওই ম্যাচে আমি বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কে এল রাহুলের উইকেট পেয়েছিলাম। যার কারণে বিশ্বকাপের ইতিহাসে ভারতকে প্রথমবার পরাজিত করে পাকিস্তান। তাই সেটাই আমার জীবনের সেরা বোলিং।
