
পাকিস্তানি অলরাউন্ডার শাহীদ আফ্রিদি একসময় মাঠ কাঁপিয়েছেন। লম্বা ৬ হাঁকানোর জন্য তিনি পরিচিত ছিলেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু পাকিস্তান প্রিমিয়ার লিগে খেলে যাচ্ছেন এখনো। তিনি তার ইউটিউব চ্যানেলে তার পছন্দের একাদশ সম্পর্কে বলেছেন। তিনি তার পছন্দের সর্বকালের সেরা ক্রিকেটারদের নিয়ে দল গঠন করেছেন। তার নিজের দলে জায়গা পেয়েছে ৫ পাকিস্থানি প্লেয়ার। জায়গা পেয়েছে এক ভারতীয় ক্রিকেটার। চলুন দেখে নেওয়া যাক তার পছন্দের একাদশ-
শাহিদ আফ্রিদি তার নিজের দেশ থেকে নিয়েছেন পাঁচজন ক্রিকেটার কে। তিনি সাঈদ আনোয়ার, পাকিস্তানি প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক, রশিদ লতিফ, ওয়াসিম আক্রম এবং ফাস্ট বোলার শোয়েব আক্তার কে তার দলে রেখেছেন। এছাড়া
অস্ট্রেলিয়া থেকে তার দলে জায়গা পেয়েছেন রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রা শেন ওয়ার্ন এবং অ্যাডাম গিলক্রিস্ট। দক্ষিণ আফ্রিকা থেকে আছেন জ্যাক ক্যালিস। এছাড়া ভারতের থেকে একজন তার দলে জায়গা পেয়েছেন।
ভারতের ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে তার একাদশে রেখেছেন শাহিদ আফ্রিদি। তিনি তার দলের খেলোয়ার এইভাবে সাজিয়েছেন-ওপেনিং জুটিতে সাঈদ আনোয়ার এবং অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, ইনজামাম-উল-হক, জ্যাক ক্যালিস, শাহিদ আফ্রিদি, শোয়েব আক্তার, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা এবং ওয়াসিম আক্রম। তার এই একাদশ বাছাই রীতিমতো হাস্যকর মনে হয়েছে ক্রিকেট প্রেমীদের কাছে। তিনি তার এই একাদশ নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। যা রীতিমতো সমালোচিত হয়েছে ক্রিকেট পাড়ায়।
