
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে সম্প্রতি বাংলাদেশ সফর করতে এসেছে পাকিস্তান। উক্ত সফরে বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে স্বাগতিকরা। যেখানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় করেছে বাবর বাহিনী। চলতি সফরে বাংলাদেশের সাথে দুটি টেস্ট ম্যাচেও মুখোমুখি হবে স্বাগতিকরা। ইতিপূর্বে প্রথম টেস্ট ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হলে বৃষ্টির কারণে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এদিকে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় যেখানে অলরাউন্ডার সাকিব আল হাসানকে সব মজা করতে দেখা যায়।
সাকিব আল হাসান যেন ছেলেবেলায় ফিরে গেলেন। বৃষ্টির কারণে পিচ কভার দিয়ে ঢেকে ফেলা হয়। আর সেখানেই স্লাইডিং করতে দেখা যায় কিংবদন্তি এই অলরাউন্ডারকে। যদিও সাথে যোগ দেননি বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু ঝিরঝির বৃষ্টি ধরে রাখতে পারেনি সাকিব আল হাসানের মনকে। একাই মাঠের মধ্যে বৃষ্টিতে ভিজে করলেন যত সব অদ্ভুত কান্ড। যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে হারের পর দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম একাদশে অন্তর্ভুক্ত হন সাকিব আল হাসান। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওপেনিং জুটিতে দূর্দন্ত শুরু করে পাকিস্তান। দলের হয়ে আবিদ আলি ব্যক্তিগত ৩৯ রানের ইনিংস খেলেন। বর্তমানে বাবর আজম অপরাজিত ৭১ এবং আজহার আলী ব্যক্তিগত ৫২ রানে ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৮৮ রান। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ব্যক্তিগত দুটি উইকেট দখল করেছেন।
Excitement when the play is officially called off for the day @Sah75official 😂🏏 #BANvPAK pic.twitter.com/4ewyRqM23u
— Sikandar Bakht (@ImSikandarB) December 5, 2021
