
সম্প্রতি ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার অধিকার পেয়েছেন। ভারতীয় দলের দায়িত্ব পেতেই তার সাফল্য ঈর্ষণীয়। এখনো পর্যন্ত শতভাগ সফল নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা লজ্জাজনক রেকর্ডও অন্তর্ভুক্ত করেছেন নিজের নামে। ভারতীয় দলের নেতৃত্বের চাপ ঘাড়ে পড়তেই ব্যাট হাতে একাধিক ফ্লপ ইনিংস খেলেছেন রোহিত শর্মা। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচিত হচ্ছেন ভারতীয় অধিনায়ক।
শ্রীলংকার বিরুদ্ধে গেল টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে ক্রিকেট ইতিহাসের লজ্জাজনক রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি সিরিজে ভারত শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করলেও, এই সিরিজে রোহিত শর্মা তিনটি ইনিংসে ১৬.৬৭ গড় এবং ১১৬.২৮ স্ট্রাইক রেটে মাত্র ৫০ রান করেছিলেন। শেষ ম্যাচে তো রোহিত শর্মা ব্যক্তিগত ৫ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন। আর সেখানেই লজ্জাজনক রেকর্ডটি নিজের নামে করে ফেললেন ভারতীয় অধিনায়ক।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি বার পাঁচ রান করার লজ্জাজনক বিশ্ব রেকর্ড রয়েছে ক্রিকেট দানব ক্রিস গেইলের। গেইল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ৯ ইনিংসে এটি করেছেন। দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ও’ব্রায়েন এবং রোহিত শর্মা। রোহিত এবং ও’ব্রায়েন উভয়ই আটবার করে একই কাজ করে দুই নম্বরে রয়েছেন। এর পরেই রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান, যিনি ছয় ইনিংসে পাঁচ রান করেছেন। এই একই সংখ্যক ইনিংসে ৫ রানে আউট হওয়ার লজ্জাজনক রায়কোট রয়েছে বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকারের নামেও।
উল্লেখ্য, অধিনায়ক হওয়ার পর শ্রীলংকার পূর্বে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও টানা ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অনবদ্য ৪০ রানের ইনিংস খেললেও শেষ দুটি ম্যাচে দলের জন্য ব্যাট হাতে তার ভূমিকা ছিল নগণ্য। সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ১৯ রান করে সাজঘরে ফিরেছিলেন রোহিত শর্মা। শেষ ম্যাচে অবশ্য ব্যর্থতার পরিমাণ অনেকটাই বেশি। ১৫ বল মোকাবেলা করে দলের জন্য সংগ্রহ করেছিলেন মাত্র ৭ রান। এছাড়া শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তার ব্যাট থেকে ৪৪ রানের ইনিংস এলেও শেষ দুটি ম্যাচে ব্যাট হাতে তার সংগ্রহ ছিল ১ এবং ৫।
