Connect with us

Cricket News

Indian captain: পন্থ কিংবা রাহুল নয়, বরং এই দুই ক্রিকেটারকে ভারতীয় অধিনায়ক হিসেবে বেছে নিলেন শেন ওয়ার্ন

Advertisement

সম্প্রতি ভারতীয় ক্রিকেটে সমস্ত ফরম্যাটেই অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। ফলস্বরূপ ভারতীয় দলের এখন প্রধান এবং প্রথম লক্ষ্য একজন যোগ্য অধিনায়ক খুঁজে বের করা। ইতিমধ্যে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে বিরাট পরবর্তী অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। তবে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে অধিনায়ক নির্বাচনে কঠিন প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্তমানে রোহিত শর্মা ৩৪ বছর বয়সে দাঁড়িয়ে রয়েছেন। সাধারনত এই বয়সে এসে যে কোন ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা করে থাকেন। সেই হিসেবে আসন্ন দিনে ভারতীয় টেস্ট দলের নেতা হিসেবে উঠে এসেছিল উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ এবং কে এল রাহুলের নাম।

তবে অস্ট্রেলিয়ান প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্ন সবাইকে অবাক করে দিয়ে আসন্ন দিনে ভারতীয় টেস্ট দলের নেতা খুঁজে নিলেন। তিনি তরুণ ক্রিকেটার ঋষভ পন্থ এবং কে এল রাহুলকে অধিনায়ক হিসেবে যোগ্য মনে করেন না। তার মতে, একজন উইকেটরক্ষক কখনো ভালো অধিনায়ক হতে পারেন না। বরং তিনি ভারতীয় দলের জন্য দুর্দান্ত সহ-অধিনায়ক হতে পারেন। অন্যদিকে দলকে নেতৃত্ব দেওয়ার মতো সঠিক গুণাবলী নেই কে এল রাহুলের মধ্যে। তাই অযোগ্য ব্যক্তির হাতে ভারতের মতো শক্তিশালী দল তুলে দেওয়া কখনো উচিত নয় বলে মন্তব্য করেছেন কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন।

পরিবর্তে তিনি ভারতীয় দলের অধিনায়ক হিসেবে পছন্দের তালিকায় প্রথমে রেখেছেন রোহিত শর্মাকে। তিনি সংবাদমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইতিমধ্যে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে রোহিত শর্মা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। সে ক্ষেত্রে দীর্ঘ ফরমেটের ক্রিকেটে আমার প্রথম পছন্দ হিসেবে রোহিত শর্মার নাম সবার প্রথমে থাকবে। দ্বিতীয় পছন্দ হিসেবে আমি বেছে নিতে চাই ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরাহকে। তার পেছনে কিছুটা সময় ব্যয় করলে ভারতীয় দলের জন্য দুর্দান্ত অধিনায়ক হতে পারেন জসপ্রীত বুমরাহ। সে ক্ষেত্রে তার ডেপুটি হিসেবে কাজ করতে পারেন উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ।

Advertisement

#Trending

More in Cricket News