
অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা স্পিনার শেন ওয়ার্ন বিশ্বের সেরা ৫ জন টেস্ট ব্যাটসম্যান বেছে নিয়েছেন। তার সেই তালিকায় জায়গা পেয়েছেন ভারতের এক ব্যাটসম্যান। শেন ওয়ার্ন এক টুইটের মাধ্যমে তার পছন্দের সর্বকালের সেরা ৫ জন টেস্ট ব্যাটসম্যানের নাম উল্লেখ করেছেন। শেন ওয়ার্ন একসময় নিজের বলের জাদুতে আউট করেছেন তাবড় তাবড় ব্যাটসম্যানদের। দেখে নিন বর্তমান সময়ের তার পছন্দের সেরা ৫ জন ব্যাটসম্যান কারা-
৫. স্টিভ স্মিথ: বর্তমান সময়ের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথ নজর কেড়েছেন শেন ওয়ার্নের। শেন ওয়ার্ন এক বিবৃতিতে বলেন, পৃথিবীর যেকোন প্রান্তে যে কোন পিচে রান করার ক্ষমতা রয়েছে ওর। টেস্ট ক্রিকেটে দ্রুততম ৭০০০ রানের গণ্ডি পার করার কৃতিত্ব রয়েছে ওর কাছে। তাই অবশ্যই ও আমার পছন্দের তালিকায় থাকছে।
৪. জো রুট: বর্তমান সময়ে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুট জায়গা পেয়েছেন শেন ওয়ার্নের পছন্দের তালিকায়। চলতি বছর টানা ৩টি সেঞ্চুরি করে রীতিমতো তাক লাগিয়েছেন ক্রিকেট বিশ্বে। যার মধ্যে দুটি ডাবল সেঞ্চুরি করেছেন তিনি।
৩. কেন উইলিয়ামসন: বর্তমান সময়ের টেস্ট ক্রিকেটে শীর্ষ স্থান অধিকার করে রয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। যেকোনো পরিস্থিতিতে রান করা এবং স্বাভাবিক খেলা করা যেন গা স্বভাব হয়ে গেছে উইলিয়ামসনের। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
২. বিরাট কোহলি: এক সময় বিশ্ব ক্রিকেটে রাজ করা বিরাট কোহলি রয়েছেন শেন ওয়ার্নের পছন্দের তালিকায়। যদিও শেন ওয়ার্ন স্বীকার করেছেন, বর্তমান সময়ে ওর ব্যাট থেকে রান আসছে না এটা ঠিক। তাই বলে ওকে কোনভাবেই পিছিয়ে রাখা যাবে না। শুধুমাত্র একটি বড় ইনিংস আসতে বাকি ওর ব্যাট থেকে। তারপর আবার নিজস্ব গতি ধরে নেবে বিরাট কোহলি।
১. মার্নাস লাবুশান: অস্ট্রেলিয়ান আগ্রাসী ব্যাটসম্যান মার্নাস লাবুশানেকে সেরার তালিকায় রেখেছেন শেন ওয়ার্ন। তার মতে, উজ্জ্বল ভবিষ্যতের দেখা মিলছে এই ক্রিকেটারের ব্যাটিংয়ের কৌশল দেখে। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ইতিমধ্যে ২০০০ রান করে ফেলেছেন মার্নাস লাবুশান। তাই তরুণ ক্রিকেটার হিসেবে তিনি রয়েছেন শেন ওয়ার্নের পছন্দের তালিকায়।
