
কাল টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় জয় লাভ করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। প্রথমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হলেও নির্ধারিত কুড়ি ওভার খেলে ভারত ৫ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ব্যাট করতে নেমে পৃথ্বী শ প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।দলের হয়ে শেখর ধাওয়ান এবং সঞ্জু স্যামসন একটি দুর্দান্ত পার্টনারশিপ তৈরি করেন। সঞ্জু স্যামসন ব্যক্তিগত ২৭ রান করে এলবিডব্লিউ হয় ফেরেন প্যাভিলিয়নে। দলের হয়ে সূর্য কুমার যাদব একটি দুর্দান্ত ইনিংস খেলেন। দলের অধিনায়ক শেখর ধাওয়ান ৪৬ রানের অনবদ্য ইনিংস এবং সূর্য কুমার যাদব ব্যক্তিগত ৫০ রানের ইনিংস খেলেন। এছাড়া তরুণ ক্রিকেটার ঈশান কিশান অপরাজিত ২০ রানের ইনিংসের উপর ভর করে ভারতের মোট সংখ্যা দাঁড়ায় ১৬৪। শ্রীলঙ্কা দলের হয়ে ভানিন্দু হাসরঙ্গা এবং চামিকা করুণারত্নে দুটি করে উইকেট তুলে নেন।
জবাবে শ্রীলংকা ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের সামনে কেউ দাঁড়াতে পারেনি। ১৬৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শ্রীলংকান ক্রিকেটারা ভারতীয় বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়ে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন , চরিত আসালঙ্কা ব্যক্তিগত ৪৪ রান এবং অবীশকা ফার্নান্দো ব্যক্তিগত ২৬ রান করেন। ভারতীয় দলের বোলার হিসেবে ভুবনেশ্বর কুমার ব্যক্তিগত চারটি এবং দীপক চাহার ব্যক্তিগত দুটি উইকেট তুলে নেন। এছাড়া বরুণ চক্রবর্তী, যুজবেন্দ্র চাহাল, ক্রুনাল পান্ডেয়া এবং হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট দখল করেন। ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান করতে সক্ষম হয়।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে শেখর ধাওয়ান বলেন, দলের এই খেলোয়াড়ের ব্যাটিং স্টাইল আমাকে মুগ্ধ করে থাকে। মাঠের চারিদিকে শট খেলতে পারেন সূর্য কুমার যাদব। ৩০ বছর বয়সী সূর্য কুমার যাদব আন্তর্জাতিক চারটি ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। শেখর ধাওয়ান বলেন, সূর্য কুমার যাদব ৩৬০⁰ তে ব্যাটিং করতে পারদর্শী। তাই ম্যাচে তার ব্যাটিং স্টাইল দেখতে খুবই ভালো লাগে আমার। উল্লেখ্য, ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৮ রানে পরাজিত করে ১-০ তে শৃঙ্খলায় এগিয়ে আছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ টি আগামীকাল রাত আটটায় শুরু হবে।
