
ইংল্যান্ডের কাছে তিন ম্যাচ ওডিআই সিরিজ পরাজয়ের পর মুখ খুললেন সে দেশের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। তিনি তার ইউটিউব চ্যানেলে এসে রীতিমতো নাম ধরে ধুইয়ে দিলেন। পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের ফলাফল ছিল (৩-০)। ইংল্যান্ড জুনিয়ার টিম এসেও পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বেরিয়ে গেল। এ নিয়েই শোয়েব আখতার এবার মুখ খুললেন। তিনি তার দেশের ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের সদস্যদের এক হাতে নিলেন।
তিনি তার ইউটিউব চ্যানেলে বলেন, পাকিস্তান ইংল্যান্ডের সি টিমের কাছে যেভাবে পরাজিত হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। আমাদের দেখতে হবে আমাদের খেলোয়াড়দের কোথায় সমস্যা হচ্ছে। আমাদের ক্রিকেট বোর্ড চালানোর সদস্যদের যোগ্যতা দেখার সময় এসে গেছে। এইভাবে চললে পাকিস্তান বলে কোনো শক্তিশালী দল ছিল সেটিও লোকে ভুলে যাবে। শেষ ম্যাচে ৩৩১ রান করে কিভাবে আমাদের পরাজয় হল সেটি খতিয়ে দেখতে হবে ক্রিকেট বোর্ডকে।
আমরা কবে আমাদের খেলোয়ারদের দেখে বলতে পারব এ আমাদের পরবর্তী শোয়েব আক্তার, এ আমাদের পরবর্তী ওয়াসিম আকরাম, হে আমাদের পরবর্তী শাহিদ আফ্রিদি। আমাদের খেলোয়াড়দের শুধু সংখ্যা বেড়েছে, খেলার মান বাড়েনি। তিনি তার ক্ষোভ ক্রিকেট বোর্ডের উপরে দিয়ে বলেন, সঠিক মানুষ দ্বারা আমাদের বোর্ড পরিচালনা করা হচ্ছে না। যার জন্য আজ আমাদের এই করুণ পরিণতি। আমাদের দলে এমন কোন খেলোয়ার তৈরি হচ্ছে না যাকে দেখে পরবর্তী প্রজন্ম ক্রিকেট খেলায় আগ্রহ দেখাবে। আমাদেরকে সংখ্যা নয়, যোগ্য খেলোয়াড় তৈরি করতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এবার ভাবতে হবে। আমিও দেশে এবং দেশের বাইরে অনেক ক্রিকেট খেলেছি। দেখেছি শুধু টাকা খরচ করলেই ভালো ক্রিকেটার তৈরি করা যায় না। ভালো ক্রিকেটার তৈরি করতে গেলে প্রয়োজন অভিজ্ঞতা।
