
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021শুরু হতে আর কয়েক মাস বাকি, সেই জন্যই বিভিন্ন প্রান্ত থেকে সব ধরণের ভবিষ্যদ্বাণী আসছে কে জিতবে কে হারবে সেই বিষয়ে নিয়ে। অনেকে ইংল্যান্ডই এই জিতবে এই ট্রফি। আবার অনেকে বিশ্বাস করেন যে ওয়েস্ট ইন্ডিজ শিরোপা রক্ষা করবে। তবে গ্রুপ পর্বে সবচেয়ে প্রতীক্ষিত সংঘর্ষ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত হবে। যখন থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই ম্যাচের কথা ঘোষণা করেছেন তখন থেকেই ক্রিকেট ভক্তরা আর শান্ত থাকতে পারছে না।
অনেক বিশিষ্ট নাম তাদের পছন্দের ভবিষ্যদ্বাণী করেছেন। এক্ষেত্রে শোয়েব আখতার তার দেশকেই সমর্থন করেছেন। কেবল গ্রুপ পর্বে নয়, এমনকি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন যে ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে এবং মেন ইন গ্রিন দ্বিতীয়বারের মতো এই সম্মানজনক শিরোপা অর্জন করবে।
প্রসঙ্গত, ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরশত্রু ভারত-পাকিস্তান। সেই বার অবশ্য ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বুদ্ধি জন্য মাত্র ৫ রানে পাকিস্তানকে হারিয়ে ভারত বিশ্বকাপ জিতে নিয়েছিল।
