
সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরে একেবারে জঘন্য পারফরম্যান্স করেছে পাকিস্তান। টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে হারের পর টেস্ট সিরিজে ১০১ ও ১৭৬ রানে হেরেছে তারা।
বিদেশে পাকিস্তানের এমন জঘন্যপারফরম্যান্সে হতাশ দেশের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার। তবে শুধু হতাশই নন, কার্যত বিরক্ত হয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তী পেসার। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “পাকিস্তান যদি এমন ক্রিকেট খেলতে থাকে, তাহলে সুদূর ভবিষ্যতে তথা আগামী দিনে কোনও দেশই পাকিস্তানকে আমন্ত্রণ জানাবে না”।
এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেছেন, “দুর্ভাগ্যবশত, পাকিস্তান খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে এবং বারবারই তাদের আসল চেহারা সামনে চলে আসবে যখনই তারা টেস্ট ম্যাচ খেলতে নামে। আমরা একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছি এই মুহুর্তে যেখানে আমরা টেস্ট র্যাঙ্কিংয়ে আট নম্বরে নেমে গিয়েছি। আমার ভয় এই নিয়ে যে হয়ত গোটা বিশ্ব পাকিস্তানকে টেস্ট ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ পাঠানো বন্ধ করে দেবে। তারা নিশ্চই বলবেন আমাদের গুণ ও মান অতটা ভালো নয়। আর এটাই আইসিসির নিয়ম ও নীতি।”
এদিকে টুইটারে নিজের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করেন আখতার, যেখানে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের নীতিকে দুষছেন এই ব্যর্থতার জন্য।
সেই ভিডিওতে তিনি বলেছেন,“পাকিস্তান ক্রিকেট বোর্ডের নীতি, তারা কেবল সাধারণ মানের খেলোয়াড়দের নিয়ে আসে, তারা কেবল সাধারণ মানের খেলোয়াড়দেরকেই খেলায়। তারা কেবল সাধারণ মানের দল তৈরি করবে এবং কেবল সাধারণ মানের কাজই করে যাবে। যার ফলে সাধারণ মানের ফলাফলই সামনে আসবে। এরা একেবারে স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে এখানে। আর ম্যানেজমেন্ট তাদের স্কুল পর্যায়ের ক্রিকেটারে পরিণত করেছে। আর বোর্ড আবারও সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট পরিবর্তন করার। ঠিক আছে, কিন্তু কবে তা পাল্টাবেন?”

#Trending
-
Cricket News
/ 2 years agoIPL 2022: প্রবল বৃষ্টির সম্ভাবনা ইডেনে! কি হবে প্লে-অফের চিত্র? বিকল্প রাস্তাই বা কি?
Advertisement জমজমাট পূর্ণ আইপিএলের মেগা আসর কার্যত ধুলিস্যাৎ হতে পারে বৃষ্টির জন্য। আবহাওয়ার খবর...
-
Cricket News
/ 2 years agoArjun Tendulkar: আরও একটি IPL-র আসর ড্রেসিংরুমে কাটলো শচীন পুত্রের! অভিষেক হওয়ার পূর্বে ক্যারিয়ারের সমাপ্তি নয় তো?
Advertisement আইপিএলের আরও একটি আসর সমাপ্তি হওয়ার মুখে। ইতিমধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স গ্রুপ পর্যায়ের সবকটি...
-
Cricket News
/ 2 years agoPBKS Vs SRH: অধিনায়ক হিসেবে চরম ব্যর্থ উইলিয়ামসন, পাঞ্জাবের বিরুদ্ধে হায়দরাবাদের নেতৃত্বে ভুবনেশ্বর কুমার!!
Advertisement আজ আইপিএলের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মাঠে নামতে চলেছে সানরাইজ হায়দ্রাবাদ এবং পাঞ্জাব...
-
Cricket News
/ 2 years agoMI Vs DC: ব্যাটে বল লাগলেও DRS নেননি অধিনায়ক! ঋষভ পন্থের জন্য হারলো দিল্লি ক্যাপিটালস
Advertisement শেষে কিনা অধিনায়কের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচে হারলো দিল্লি ক্যাপিটালস! এমনই আলোচনায় এখন উত্তল...