বিদেশে পাকিস্তানের এমন জঘন্যপারফরম্যান্সে হতাশ দেশের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার। তবে শুধু হতাশই নন, কার্যত বিরক্ত হয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তী পেসার। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “পাকিস্তান যদি এমন ক্রিকেট খেলতে থাকে, তাহলে সুদূর ভবিষ্যতে তথা আগামী দিনে কোনও দেশই পাকিস্তানকে আমন্ত্রণ জানাবে না”।

পাকিস্তানকে আর কখনও কোনও দেশ আমন্ত্রণ জানাবে না, জঘন্য পারফর্মেন্সে বিরক্ত শোয়েব আখতার 2

এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেছেন, “দুর্ভাগ্যবশত, পাকিস্তান খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে এবং বারবারই তাদের আসল চেহারা সামনে চলে আসবে যখনই তারা টেস্ট ম্যাচ খেলতে নামে। আমরা একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছি এই মুহুর্তে যেখানে আমরা টেস্ট র‍্যাঙ্কিংয়ে আট নম্বরে নেমে গিয়েছি। আমার ভয় এই নিয়ে যে হয়ত গোটা বিশ্ব পাকিস্তানকে টেস্ট ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ পাঠানো বন্ধ করে দেবে। তারা নিশ্চই বলবেন আমাদের গুণ ও মান অতটা ভালো নয়। আর এটাই আইসিসির নিয়ম ও নীতি।”

New Zealand Vs Pakistan, 2nd Test, Day 3 | Kane Williamson's 238 Places New Zealand On Prime Towards Pakistan »

এদিকে টুইটারে নিজের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করেন আখতার, যেখানে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের নীতিকে দুষছেন এই ব্যর্থতার জন্য।

সেই ভিডিওতে তিনি বলেছেন,“পাকিস্তান ক্রিকেট বোর্ডের নীতি, তারা কেবল সাধারণ মানের খেলোয়াড়দের নিয়ে আসে, তারা কেবল সাধারণ মানের খেলোয়াড়দেরকেই খেলায়। তারা কেবল সাধারণ মানের দল তৈরি করবে এবং কেবল সাধারণ মানের কাজই করে যাবে। যার ফলে সাধারণ মানের ফলাফলই সামনে আসবে। এরা একেবারে স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে এখানে। আর ম্যানেজমেন্ট তাদের স্কুল পর্যায়ের ক্রিকেটারে পরিণত করেছে। আর বোর্ড আবারও সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট পরিবর্তন করার। ঠিক আছে, কিন্তু কবে তা পাল্টাবেন?”