
রয়েল লন্ডন কাপে ল্যাঙ্কাশায়ারের হয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে খেলার কথা ছিল শ্রেয়াস আইয়ার এর। চলতি মাসের ১৫ তারিখ থেকে ম্যানচেস্টারে অবস্থান করার কথা ছিল তার। কিন্তু কাঁধে গভীর ইনজুরির ফলে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন শ্রেয়াস আইয়ার। ইংল্যান্ডের সাথে হোম সিরিজ খেলার সময় গভীর চোট পান তিনি। সেই চোটের কারণে আইপিএলের প্রথম অংশেও দিল্লির হয়ে খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার। তার স্থানে অধিনায়কত্ব করেছেন ঋষভ পন্ত।
এখনও তিনি ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে পারেননি। ল্যাঙ্কাশায়ারের কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা ইতিমধ্যে সিরিয়ার স্যারের সাথে বহুবার যোগাযোগ করেছেন। কিন্তু শ্রেয়াস আইয়ার চোট সারিয়ে উঠতে না পারায় এবার টুর্ণামেন্টে খেলতে পারবেন না। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। যেন পরের সিজনে আমরা তাকে আমাদের দলের হয়ে খেলতে দেখতে পারি।
শ্রেয়াস আইয়ার মিডিয়া মাধ্যমে বলেছেন, তিনি দ্রুত ইনজুরি থেকে সেরে উঠছেন। খুব তাড়াতাড়ি তিনি মাঠে ফিরবেন। আইপিএল-এর পরবর্তী বাকি ম্যাচ গুলোতে খেলতে চান তিনি। ঋষভ পন্ত এর অধিনায়কত্বে দিল্লি ডেয়ারডেভিলস বর্তমানে পয়েন্ট তালিকায় ভালো পজিশনে আছে। তিনি বলেন, আমার লক্ষ্য শুধু মাত্র আইপিএলের ট্রফি জয় করা। যা দিল্লির হয় ইতিপূর্বে কেউ করেনি। এখন দেখার বিষয় শ্রেয়াস আইয়ার ইনজুরি কাটিয়ে কবে নাগাদ ক্রিকেট আঙিনায় পদার্পণ করেন।
