অ্যাডিলেড টেস্টে কার্যত ভদ্র ভঙ্গিতে খেলা হলেও মেলবোর্নে দ্বিতীয় টেস্ট থেকে শুরু হয় ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে বাকযুদ্ধ। আর অস্ট্রেলিয়া যে স্লেজিংয়ে দক্ষ সেটা সবাই জানে। তবে ভারতও বর্তমানে স্লেজিংয়ে দক্ষ হয়ে উঠেছে।

সিডনিতে অব্যাহত রইল দুই দলের মধ্যেকার বাকযুদ্ধ। এদিন অস্ট্রেলিয়াকে অল আউট করে ভারত ব্যাট করতে নামে, ওপেনার হিসেবে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। খেলা শুরুর তৃতীয় ওভারেই তরুণ ওপেনার গিলের মানসিক ধৈর্য ভাঙার চেষ্টা করেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান মার্নাস লাবুশানে। কিন্তু থেমে না থেকে তার যোগ্য জবাব দেন গিল।

Image

ইনিংসের তৃতীয় ওভারে মিচেল স্টার্ক বল করতে আসেন। ব্যাট করছিলেন শুভমান গিল। আর সেই সময় শর্ট লেগে দাঁড়িয়ে থাকা মার্নাস লাবুশেন গিলকে জিজ্ঞাসা করেন, “পছন্দের খেলোয়াড়? কে তোমার পছন্দের খেলোয়াড়?” আর এর জবাবে গিল বলেন, “আমি তোমায় ম্যাচের পর বলব।” কিন্তু তা সত্ত্বেও দমে যাননি লাবুশেন। আবারও তিনি এই প্রশ্নটি খোঁচা দিয়ে বলেন গিলকে, “ম্যাচের পরে? শচীন? নাকি বিরাট?”