
১৮ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কার মাঝে সাদা বলের সিরিজ। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে পিছিয়ে যায় এই সিরিজ। করোনা ব্যাগড়া না বাধলে আজ থেকেই শুরু হতো সিরিজ। এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে পরখ করে নেওয়া হবে ভারতীয় দলের তরুণ তুর্কিদের। আর সেই হিসেবেই তৈরী হবে আসন্ন টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল। বেশ ভালো ফর্মেই আছে শিখর ধাওয়ানরা। আইপিএল থেকে উঠে এসেছে অনেক নতুন মুখ। তাঁদের কাঁধেই গুরু দায়িত্ব। এরই মধ্যে প্রকাশিত হল ভারতীয় জার্সি গায়ে দলের নতুন মুখদের ছবি। বিসিসিআই টুইটারে ভারতীয় দলের নতুন ক্রিকেটারদের ফটোশুটের ছবি শেয়ার করেছে। দেখে নিন আমাদের সৈনিকদের।
দেবদত্ত পাড়িক্কাল (Devdutt Padikkal): আইপিএল -এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করেন দেবদত্ত। শ্রীলঙ্কা সফরে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন তিনি।
ঋতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad): আইপিএল -এ চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করে ঋতুরাজ গায়কোয়াড। শ্রীলঙ্কা সফরে থাকছেন তিনি।
ঋতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad): ভারতীয় জার্সিতে অভিষেকের অপেক্ষায় চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড
কৃষ্ণাপ্পা গৌতম (Krishnappa Gowtham): চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম শ্রীলঙ্কা সফরে থাকছেন।
চেতন সাকারিয়া (Chetan Sakariya): ২০১৪ -র আইপিএল -এ রাজস্থান রয়্যালসের বোলার ছিলেন চেতন। ভালো পারফরম্যান্সের জেড়ে ডাক পেয়েছেন জাতীয় দলে।
বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy): এই শ্রীলঙ্কা সফরে থাকছে বাঙালিও। কলকাতা নাইট রাইডার্সের বিস্ময় স্পিনার বরুণ চোট সারিয়ে ২২ গজে জাদু দেখানোর অপেক্ষায় রয়েছেন। এই সফরে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে।
