Connect with us

Cricket News

করোনায় আক্রান্ত ৬ জন পাকিস্তানের ক্রিকেটার

Advertisement

ক্রিকেটে ফের একবার করোনা ভাইরাসের হানা। করোনার হানায় জর্জরিত পাকিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ড সফরে গিয়ে দলের ৬ জন ক্রিকেটারের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। প্রত্যেককেই আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এই অবস্থায় দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজন করা আদৌ সম্ভব কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গেছে।

১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পাকিস্তানের নিউজিল্যান্ড সফর। ওই দিন দুই দলের মধ্যে প্রথম টি-২০ ম্যাচ খেলা হবে। ২০ এবং ২২ ডিসেম্বর পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে শেষ দুটি টি-২০ ম্যাচ খেলা হবে। ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। ৩ জানুযারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচও পাকিস্তান ক্রিকেট টিম।

সেই সফর উপলক্ষ্যে ইতিমধ্যেই নিউজিল্যান্ড পৌঁছে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। নিয়ম অনুযায়ী দলের প্রতি ক্রিকেটারের কোভিড টেস্ট করা হয়েছিল। ৬ জন পাকিস্তানি ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। তাদের আলাদা হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। চিকিত্‍সকদের তত্ত্বাবধানে করোনা আক্রান্ত ক্রিকেটারদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

এর আগে ইংল্যান্ড সফরের প্রাক্কালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পাকিস্তান ক্রিকেট দলের বহু ক্রিকেটার। ফলে একের পর এক করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় চিন্তা বেড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের।

Advertisement

#Trending

More in Cricket News