
করোনা মহামারীর মধ্যে খুশির সংবাদ এসে হাজির হয়েছিল কলকাতাবাসীর নিকট। বহুদিন পর ক্রিকেটের নন্দনকানন তথা ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলেছে পুরো একটি সিরিজের। যেখানে স্টেডিয়ামের ধারন ক্ষমতা ৭৫% দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেই ভারত সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। ১৬ই ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার কথা টিম ইন্ডিয়ার। তবে ভারতীয় শিবিরে প্রধান তিন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে পড়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করতে চলেছে।
ইতিপূর্বে পুরানো সূচীর পরিবর্তন করে নতুন সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে বলা হয়েছে, ওডিআই সিরিজের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে গুজরাটে নরেন্দ্র মোদির স্টেডিয়ামে। অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। করোনা পরিস্থিতির জন্য জৈব সুরক্ষা বজায় রাখতে খেলাগুলি দুটি স্টুডিয়ামের মধ্যে সীমাবদ্ধ রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছিল।
করোনা পরিস্থিতিতে আশার আলো দেখিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইডেনে ৭৫ শতাংশ দর্শক প্রবেশ করতে কোনও বাধা নেই। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গেছে, ওডিআই সিরিজের মতোই দর্শকশূন্য স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। অর্থাৎ কলকাতার নন্দন কানন আলোকসজ্জায় সজ্জিত হলেও ক্রিকেটপ্রেমীদের প্রবেশের অনুমতি নেই।
ইতিপূর্বে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ওডিআই সিরিজের প্রত্যেকটি ম্যাচ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দর্শক শূন্য ভাবেই আয়োজন করা হবে। সম্প্রতি ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান ঋতুরাজ গায়কোয়াড় এবং শ্রেয়াস আইয়ার করোনা আক্রান্ত হয়ে পড়ায় সেই পথে হাঁটতে হয়েছে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও।
