
২০২০ তে আমরা অনেক খারাপ খবর পেয়েছিলাম। ২০২১ টা ভালভাবে কাটবে ভেবেছিলাম। কিন্তু বছরের শুরুতেই খারাপ খবর শুনতে হল। হাসপাতালে ভর্তি হয়েছেন আমাদের সকলের প্রিয় একজন।
আজ সকালে আচমকাই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। আজ সকালে বাড়িতে জিম করছিলেন তিনি। তখনিই হটাৎ মাথা ঘুরে পরে যান তিনি। এরপর উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় দাদাকে। যদিও ঠিক কী কারণে এভাবে অসুস্থ হয়ে পড়লেন সৌরভ, সে বিষয়ে চিকিত্সকদের তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তাঁর বলেই জানা গিয়েছে।
এই ঘটনার পর বছরের শুরুতেই উদ্বিগ্ন দাদার পরিবার থেকে শুরু করে তার ভক্তরা। হাসপাতালে বর্তমানে রয়েছেন দাদা স্নেহাশীষ গাঙ্গুলি ও স্ত্রী ডোনা গাঙ্গুলি। সকলেই মহারাজের দ্রুত আরোগ্য কামনা করছেন।
মমতা ব্যানার্জি তার টুইটারে লিখেছেন,”মাইল্ড হার্ট অ্যাটাক নিয়ে সৌরভ গাঙ্গুলির হাসপাতালে ভর্তি হওয়ায় আমার খারাপ লাগছে। উনার দ্রুত আরোগ্য কামনা করছি। এই সময় তাঁর পরিবারের পাশে রয়েছি।”
Sad to hear that @SGanguly99 suffered a mild cardiac arrest and has been admitted to hospital.
Wishing him a speedy and full recovery. My thoughts and prayers are with him and his family!
— Mamata Banerjee (@MamataOfficial) January 2, 2021
ইরফান পাঠান টুইট করে লিখেছেন, “দাদা তোমার দ্রুত আরোগ্য কামনা করি।”
Wishing you speedy recovery dada @SGanguly99
— Irfan Pathan (@IrfanPathan) January 2, 2021
প্রজ্ঞান ওঝার টুইট, “তোমার তাড়াতাড়ি সুস্থতা কামনা করছি সৌরভ গাঙ্গুলি।”
Wishing dada a speedy recovery! @SGanguly99 😇
— Pragyan Ojha (@pragyanojha) January 2, 2021
গৌতম গম্ভীর লেখেন,”তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দাদা। নিজের খেয়াল রেখো। ভগবান তোমার মঙ্গল করুক।”
Wishing @SGanguly99 a speedy recovery. Take care & god bless!
— Gautam Gambhir (@GautamGambhir) January 2, 2021
