Connect with us

Cricket News

Sourav Ganguly: বিরাট প্রসঙ্গে সরাসরি মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী, কী সিদ্ধান্ত নেবে বিসিসিআই?

Advertisement

দক্ষিণ আফ্রিকা সফর করার পূর্বে গতকাল সাংবাদিক বৈঠকে বসেছিলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক পদ থেকে সরানোর পর গতকাল পর্যন্ত একটি কথাও শোনা যায়নি তার মুখে। এমনকি সোশ্যাল মিডিয়ায় কোন রকম প্রতিক্রিয়া দেখাননি বিরাট কোহলি। তবে বিরাট কোহলি সাংবাদিক বৈঠকে যে বোমা ফাটাবেন সে আন্দাজ করেছিল ক্রিকেটপ্রেমীরা। আর ঠিক তেমনটাই হয়েছিল গত কালকের সাংবাদিক বৈঠকে। প্রোটিয়া সফরে যাওয়ার আগে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিরাট কোহলি। আর সেখানেই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে তুলোধোনা করেছেন তিনি।

এর মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এক সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা এবং তিনি বিরাট কোহলিকে অনুরোধ করেছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়ার জন্য। কিন্তু বিরাট কোহলি নাকি তাদের অনুরোধ রাখেননি। তিনি তার নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। সংবাদমাধ্যম এমনই মন্তব্য করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

আজ সৌরভ গাঙ্গুলী ক্রিকেট ভবনে পৌঁছাতেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। সেখানে বিরাট কোহলির মন্তব্যের সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হয় সৌরভ গাঙ্গুলীর কাছে। বোর্ড প্রেসিডেন্ট এবং ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির বক্তব্যের মধ্যে দ্বিমত পোষণ সম্পর্কে জানতে চাওয়া হলে এ ব্যাপারে কোন রকম প্রতিক্রিয়া না দেখিয়ে চলে যান সৌরভ গাঙ্গুলী। তবে তিনি সংবাদমাধ্যমে বলেন, বিরাট কোহলি প্রসঙ্গে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড নেবে। তবে আপাতত ভারতীয় ক্রিকেট দলের লক্ষ্য দক্ষিণ আফ্রিকা সফর।

তাছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড এখন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে এগোতে চায় না। উল্লেখ্য, আজ ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্লেনে চড়েছে। সেখানে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। টেস্ট ম্যাচে বিরাট কোহলি অধিনায়কত্ব করলেও ওডিআই ম্যাচে দলের নেতৃত্বে কে থাকবেন সে প্রসঙ্গে মুখ খোলেননি বোর্ড সভাপতি।

Advertisement

#Trending

More in Cricket News